December 22, 2024

রায়গঞ্জে জেলা স্তরের প্রাথমিক বিদ্যালয়ের শীত কালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

1 min read

রায়গঞ্জে জেলা স্তরের প্রাথমিক বিদ্যালয়ের শীত কালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১০ ফেব্রুয়ারি:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে বৃহস্পতিবার থেকে শুক্রবার দুই দিন ধরে চলছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে। জানা যায় উত্তর দিনাজপুর জেলার আনুমানিক দুই হাজার প্রাথমিক ও এস এস কে ও এম এস কে বিদ্যালয়ের মধ্যে দুইশো বিদ্যালয়ের ১৮০ জন ছাত্র ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। খবর নিয়ে জানা যায় মত ৩৪ টি ইভেন্টস এ ১৮০ জন ছাত্র ছাত্রী

এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ গ্রহণ করে।খেলা শুরু হবার পূর্বে বৃহস্পতি বার সকালে করোনেশন বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায়,জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক দুলাল সরকার, কানাইলাল আগরওয়াল,জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন সহ অনেকেই। জানা যায় এই প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগীরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করবে তারা জলপাইগুড়িতে অনুষ্ঠিত রাজ্য স্তরের খেলায় আগামী ১৭,১৮এবং ১৯ ফেব্রুয়ারি অংশ গ্রহণ করবে বলে জানা যায়।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা কে কেন্দ্র করে রায়গঞ্জে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

2 thoughts on “রায়গঞ্জে জেলা স্তরের প্রাথমিক বিদ্যালয়ের শীত কালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *