মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল কালিয়াগঞ্জের আদিবাসী মহিলার
1 min readমুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল কালিয়াগঞ্জের আদিবাসী মহিলার
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল কালিয়াগঞ্জের আদিবাসী মহিলার। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে মৃতার নাম সাওয়লী হাঁসদা(৩৯)। বাড়ি রাধিকাপুর অঞ্চলের ঋষিপুর এলাকায়। পরিবারের সূত্রে জানা যায়, সোমবার মুখ্যমন্ত্রীর হাত থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিতে সকাল দশটায় গ্রামের বাড়ি থেকে কালিয়াগঞ্জ বিডিও অফিসের দিকে রওনা হন সাওয়লী হাঁসদা।
ব্লক অফিসের তত্ত্বাবধানে ওই দিন বিকেলে রায়গঞ্জ জেলা শাসকের অফিসে যান মহিলা। সেখান থেকে বিকেল চারটা নাগাদ গাজোলের উদ্দেশ্যে রওনা হন সাওয়লী হাঁসদা। তারপরই পান্ডুয়া বাসস্ট্যান্ডে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মঙ্গলবার সকাল থেকে শোকের ছায়া ঋষি পুর গ্রামে। মা হারা পাঁচ মেয়ের পাশে দাঁড়ান পাড়া প্রতিবেশীরা।