December 23, 2024

একদা লালদুর্গ বলে পরিচিত পুরুলিয়ায় এবারের পঞ্চায়েত নির্বাচনে মাটি শক্ত করতে মরিয়া সিপিএম

1 min read

একদা লালদুর্গ বলে পরিচিত পুরুলিয়ায় এবারের পঞ্চায়েত নির্বাচনে মাটি শক্ত করতে মরিয়া সিপিএম

 

একদা লালদুর্গ বলে পরিচিত পুরুলিয়ায় এবারের পঞ্চায়েত নির্বাচনে মাটি শক্ত করতে মরিয়া সিপিএম। সেই লক্ষ্যেই পুরুলিয়া শহরের রাসমেলা ময়দানে মঙ্গলবার আয়োজিত সিপিএমের জনসভায় আক্রমণের মেজাজে ছিলেন সব বক্তারই। বক্তব্যের শুরু থেকেই মূল বক্তা দলের রাজ্য সম্পাদক মহঃ সেলিম রাজ্য ও কেন্দ্র সরকারকে কার্যত তুলোধুনা করেন। বার বার টেনে নিয়ে আসেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যে তৃণমূলের ক্ষমতা দখল এবং গত পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আগে ছিল পকেটমারের মতো। চুপ চাপ ফুলে ছাপ বলে ভোট চাইত । এখন হয়েছে ডাকাত দল, মাফিয়া দল ।

তৃণমূল জানত এটা আসলে ছোট চোর নয়, ডাকাত রানীর ডাকাত দল । মাথায় বন্দুক ঠেকিয়ে পঞ্চায়েত ভোট লুট করেছে ।” তিনি বলেন, “মমতা ব্যানার্জী টাকা ছাড়া কিছু বোঝেন না । যেদিন টাকা সাপ্লাই বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার মাথার থেকে তাঁর হাতটাও সরে যাবে ।“ এদিনের জনসভাতে শুভেন্দু অধিকারীকেও একহাত নেন সেলিম। তিনি কটাক্ষ করে বলেন, “একটা ডাকাতের দল থেকে একটা ডাকাত সর্দার চলে গেছে।“ মুখ্যমন্ত্রীর এদিনের নাম না করে শুভেন্দুর প্রসঙ্গ তোলা এবং পুরুলিয়ার চাকরি নিজের লোকেদের দেওয়া প্রসঙ্গ তুলে তিনি বলেন, “পুরুলিয়ার চাকরির কোটা সব শুভেন্দু নিয়ে গেছে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই কথা কি উনি আজ জানলেন? উনি কেন বললেন পুরুলিয়ার কোটা। তার মানে মমতা ব্যানার্জী এই চাকরির কোটাগুলি ভাগ করেছিলেন।“ এই দাবী করে তিনি বলেন সেই সময় যাবতীয় পরীক্ষা সবই জালিয়াতি ছিল। জনসভা শেষে কেন্দ্রীয় টিম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহঃ সেলিম বলেন “কেন্দ্রীয় টিম আসাটাও নাটক, কেন্দ্রীয় টিমকে ঘিরে রাজ্য সরকার যা করছে সেটাও নাটক। এটা তৃণমূলের সাজানো নাটক । বিজেপি সরকার দেখেও না দেখার ভান করছে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *