অভিযান চালিয়ে নাবালিকার বিয়ের রুখলো পুলিশ ও চাইল্ড লাইন
1 min readঅভিযান চালিয়ে নাবালিকার বিয়ের রুখলো পুলিশ ও চাইল্ড লাইন
অভিযান চালিয়ে নাবালিকার বিয়ের রুখলো পুলিশ ও চাইল্ড লাইন। শুক্রবার মালদার মানিকচক থানার অন্তর্গত মানিকচকের হাড্ডাটোলা এলাকায় অভিযান চালায় পুলিশ ও জেলা চাইল্ড লাইনের আধিকারিকরা।জানাগেছে, এই গ্রামের বাসিন্দা তপন মন্ডলের মেয়ে বছর ১৫ এর দশম শ্রেণীর ছাত্রীর বিবাহের সমস্ত রকম জোর চলছিল।আজই বিবাহ ছিল চাইল্ড লাইনের কাছে এমনই খবর যায়।নাবালিকার বিবাহের কথা সূত্র মারফত জেলা চাইল্ড লাইনের আধিকারিকরা জানতে পারেন।
তৎক্ষণাৎ পুলিশকে সাথে নিয়ে ওই পরিবারের সাথে কথা বলতে পৌঁছই চাইল্ড লাইনের আধিকারিকরা। পরিবারের সাথে কথা বলে ১৮ বছরের নিচে মেয়ের বিবাহ যাতে না দেওয়া হয় নির্দেশিকা দেওয়া হয়।পাশাপাশি পরিবারের সদস্যদের কাছ থেকে একটি স্বীকারোক্তি নামা পুলিশের প্রশাসনের তরফে লিখে নেওয়া হয়।নবিকার বিয়ে দিলে কি ধরনের প্রশাস পুলিশ প্রশাসন আইনি পদক্ষেপ নিবে সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।গ্রামবাসীদেরও কোনো নাবালিকার বিয়ে না দেওয়ার জন্য সচেতন করেন পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইনের আধিকারিকরা।