বৈষ্ণবদের অন্নকূট উৎসব অনু্ঠিত হলো রায়গঞ্জ ইসকন মন্দিরে
1 min readবৈষ্ণবদের অন্নকূট উৎসব অনু্ঠিত হলো রায়গঞ্জ ইসকন মন্দিরে
শুভজিৎ দাস: কার্তিক মাসের শুক্লা প্রতিপদে‘অন্নকূট’ বৈষ্ণবদের জনপ্রিয় উৎসবসমূহের অন্যতম। আজ বুধবার রায়গঞ্জের কান্তনগর এর ইসকন মন্দিরে অনুষ্ঠিত হলো গোবর্দ্ধন পুজো ও অন্নকূট উৎসব। এই উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় ইসকন মন্দিরে।এইদিন ভগবান শ্রীকৃষ্ণকে ৫৬ প্রকার ভোগ নিবেদন করা হয়। এছাড়া সকাল থেকেই চলে ভক্তিমূলক গান, কীর্তন ও পাঠ।
ভক্তদের মধ্যে এদিন উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী চন্দন ঘোষের মতে রায়গঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী ইটাহার , ইসলামপুর, চাকুলিয়া, দুর্গাপুর প্রভৃতি অঞ্চল থেকে আগত প্রায় ৩০০ লোকের প্রাসাদের আয়োজন করা হয় এদিন। সেই সঙ্গে এদিন গোমাতার পুজোও আয়োজন করা হয়।মন্দির কমিটির সভাপতি শ্রী মনোজ কুমার সাহার মতে শ্রীল প্রভুপাদের কৃপায় শুধু ভারত নয় পৃথিবীর নানা প্রান্তে আজ গিরি গোবর্দ্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে । এই উৎসব আসলে ভক্ত ও ভগবানের মেলবন্ধনের এক সেতু মাত্র। তিনি আপামর জনসাধারণকে এই ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।