December 22, 2024

কালিয়াগঞ্জরাধিকাপুর স্থল বন্দরের জমি রাজ্য অধিগ্রহন করলেই কেন্দ্রীয় সরকারের সিআইআরএফ ফান্ড থেকে অর্থ দেবে কেন্দ্র দেবশ্রী-

1 min read

কালিয়াগঞ্জরাধিকাপুর স্থল বন্দরের জমি রাজ্য অধিগ্রহন করলেই কেন্দ্রীয় সরকারের সিআইআরএফ ফান্ড থেকে অর্থ দেবে কেন্দ্র দেবশ্রী-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬অক্টোবর:উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ_রাধিকাপুর সড়কের জমি অধিগ্রহন রাজ্য প্রশাসন করলেও কেন্দ্রীয় সরকারের সিআর আইএফ তার জন্য অর্থ দেবে।জমি অধিগ্রহন না করার ফলে উত্তর দিনাজপুর জেলার দীর্ঘদিনের দাবি রাধিকাপুর- বিরল আন্তর্জাতিক স্থল বন্দরের কাজ বন্ধ হয়ে আছে।বুধবার এক টেলিফোন সাক্ষাৎকারে এই কথা বললেন রায় গঞ্জের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন বাংলাদেশ সরকার স্থল বন্দরের পরিকাঠামোগত সমস্ত কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন। ২০২২সালের ২৪ শে ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার একটি নোটি ফিকেশন জারি করে বাংলা দেশের একটি বেসরকারি সংস্থাকে ইতিমধ্যেই বিরল – রাধিকাপুর স্থল বন্দর পরিচালনার দায়িত্ব দিয়ে দিয়েছে বলে তিনি জানান।

দেবশ্রী চৌধুরী বলেন বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে স্থল বন্দর চালু করবার ব্যাপারে ভীষণভাবে উদ্যোগী হলেও রাজ্য সরকার জমি অধিগ্রহনের কাজে কোন গুরুত্ব না দেবার ফলে স্থল বন্দরের কাজ এগোচ্ছে দেবশ্রী চৌধুরী বলেন গত জুন মাসে বাংলাদেশ নিয়োজিত বিরল স্থল বন্দর পরিচালনার দায়িত্বে থাকা একটি প্রতিনিধি দল রায়গঞ্জে তার সাথে দেখা করতে এসে সমস্ত ঘটনা তাকে জানিয়ে যায়। এর পরেই দেবশ্রী চৌধুরী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বানিজা মন্ত্রী,সড়ক মন্ত্রীর কাছে অত্যন্ত গুরুত্বসহকারে লিখিত আবেদন করেন।সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় যেহেতু এই কাজ হতে যাচ্ছে সেই কারনে তিনি উত্তর দিনাজপুর জেলার জেলা প্রশাসনের সাথে সাথে রাজ্য সরকারকেও তিনি চিঠি দিয়ে জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করার আবেদন জানান। এ ব্যাপারে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন এক সাক্ষাৎকার বলেন উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর দিয়ে রাধিকাপুর বিরল স্থলবন্দর চালু হলে উত্তর দিনাজপুর জেলার ব্যাপক উন্নতি ঘটবে বলেই তিনি মনে করেন সাথে সাথে অনেক বেকার যুবকরাও বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু বলেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন যাতে কালিয়াগঞ্জ থেকে রাধিকাপুর পর্যন্ত যে সড়কটি বর্তমানে আছে সেই সড়কের জন্য জমি অধিগ্রহন করার কাজ যাতে দ্রুত করা যায় আমরা আমাদের ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সাথে অবিলম্বে বসে যাতে আলোচনার মাধ্যমে দ্রুত করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব বলে জানান শংকর কুন্ডু।কালিয়াগঞ্জ ব্লকের রাধিকা পুর অঞ্চলের সাধারন মানুষদের বক্তব্য উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উচিৎ অবিলম্বে জমি অধিগ্রহন করার কাজ শুরু করে দেওয়া হোক জেলার উন্নয়নের স্বার্থেই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *