করুনাময়ীতে ২০১৪ সালের টেট উত্তীর্ণ শিক্ষক চাকুরী প্রার্থীদের গভীর রাতে ধর্না মঞ্চ থেকে গ্রেপ্তার করার প্রতিবাদে কালিয়াগঞ্জ শহরে বিজেপির রাস্তা অবরোধ_
1 min readকরুনাময়ীতে ২০১৪ সালের টেট উত্তীর্ণ শিক্ষক চাকুরী প্রার্থীদের গভীর রাতে ধর্না মঞ্চ থেকে গ্রেপ্তার করার প্রতিবাদে কালিয়াগঞ্জ শহরে বিজেপির রাস্তা অবরোধ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১অক্টোবর গত সোমবার থেকে সল্টলেকের করুনাময়ীতে এ পি সি ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে ২০১৪ সালের টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীরা।বৃহস্পতিবার রাতে পুলিশ টেনে হিচড়ে চ্যাংদোলা করে বিক্ষোভরত চাকুরী প্রাথীদের পুলিশ সরিয়ে দেবার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে
বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়।কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধের নেতৃত্ব দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক তথা কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পাল,বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার ১০ নম্বর ওয়ার্ডের কমিশনার গৌরাঙ্গ দাস,পৌর সভার ৫ওয়ার্ড কমিশনার গৌতম বিশ্বাস সহ বিজেপির সমর্থকেরা।বিজেপির রাস্তা অবরোধের ফলে ব্যাপক যান জট দেখা দিলে কালিয়াগঞ্জ থানার পুলিশ এসে রাস্তা অবরোধ তুলে দেয় বলে জানা যায়।