বিভদকামী শক্তির বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করে অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের ডাকে
1 min readবিভদকামী শক্তির বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করে অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের ডাকে
শুভজিৎ দাস : বিভদকামী শক্তির বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করে অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের ডাকে বৃহস্পতিবার রায়গঞ্জের বিধান মঞ্চে এক অধিবেশনের আয়োজন করা হয়েছিল। অধিবেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সর্বভারতীয় সভাপতি শ্রী পার্থ বিশ্বাস, নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শ্রী মুকুল বৈরাগ্য, রাজ্য সভাপতি অধীর বিশ্বাস ,
উত্তর দিনাজপুর জেলা সভপতি শ্রী সরোজ রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য ভজহরি রায় প্রমুখ। বিধান মঞ্চে এদিন সংগঠন সমর্থকদের ভিড় ছিল উপচে পড়ার মতো। সকলকে শুভেচ্ছা বার্তা সহ ঐক্যবদ্ধভাবে পথ চলার কথা বলেন নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শ্রী মুকুল বৈরাগ্য। তার মতে সারা উত্তরবঙ্গ জুড়ে এক বাংলা ভাগের চক্রান্ত চলছে যার ফলে নমঃশূদ্র ও উদ্বাস্তু সমাজ চরম সংকটের মুখে। এই জাতিগত রাজ্যভাগ তারা গণান্ত্রিকভাবে প্রতিহত করবেন। সমর্থক ও কর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল অনুষ্ঠানে নজরে পড়ার মত।