December 22, 2024

দুর্নীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী রেকর্ড করায় তার গদি টল মল,তাই উত্তরবঙ্গে জল মাপতে এসেছেন- দেবশ্রী

1 min read

দুর্নীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী রেকর্ড করায় তার গদি টল মল,তাই উত্তরবঙ্গে জল মাপতে এসেছেন- দেবশ্রী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯অক্টোবর: এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত।যে ভাবে ইডি এবং সি বি আই তার সরকারের দুর্নীতি একের পর এক বের করছে এবং মন্ত্রী ও আমলাদের হেফাজতে পাঠাচ্ছে তাতে তার যাবার সময় হয়ে গেছে বলা যায়। বুধবার কালিয়াগঞ্জ রেল স্টেশনে রেলের উন্নয়ন সম্পর্কে বলতে গিয়ে রায় গঞ্জের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী এই কথা বলেন।তিনি বল্লে মুখ্যমন্ত্রী কে আর বেশি দিন খেলা মেলা করতে হবে না যেভাবে ই ডি ,সি বি আই কোটি কোটি টাকা উদ্ধার করছে তাতে মুখ্যমন্ত্রীর গদিচুত হওয়ার সময় হয়ে যাচ্ছে।

খেলা মেলা করে বেশি দিন পার পাবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ রেল এর উন্নয়ন মূলক কাজ খতিয়ে দেখতে এসে একটা বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।তিনি বলেন বাংলা সরকার কাছে ছয় লক্ষ টাকা ঋণে জর্জরিত ,দিন দিন টাকার অভাবের জন্য এই রাজ্যের সরকারি কর্মচারীদের ডি এ বন্ধ করে রেখেছে, নতুন ভাবে কর্মসংস্থান হচ্ছে না কোন, সাড়ে ৫০০দিন ধরে যেখানে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা গান্ধী মূর্তি পাদদেশে অনশনে আছেন, মালে বিজয়া দশমীর দিন বিসর্জনের সময় একটা বড় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তার নিজের মুডেই। তিনি উৎসব মেলা খেলাকে পছন্দ করেন। কার্নিভালকে পছন্দ করেন।

কারণ সব ঠাকুর তো উনার দেখা হয়ে ওঠেনা একটা জায়গায় বসলেই ঠাকুর গুলো উনাকে দেখতে পারেন। সেই জন্য উনি উনার মুডে আছেন। দেবসী চৌধুরী বলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতো ভেবেছেন তার রাজ্যের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে তাই তার মুডে তিনি রয়েছেন। তাই তিনি বিজয়া সম্মিলনী করছেন। তিনি বলেন উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী যে রিসোর্টে উঠেছেন ৩৮ থেকে ৪০ কোটি টাকা খরচ করতে হয়েছে। ওনার ফুর্তি করার জন্য।এদিন দেবশ্রী চৌধুরী বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করা যায় তার জন্য তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন।। তিনি বলেন বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে রাজ্যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করে ভোট করিয়েছে এবং মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তাতে তারা আশঙ্কা বোধ করছেন এবারও সেটা হতে পারে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হয় এজন্য তারা আবেদন জানিয়েছে। তিনি বলেন শুধু বিজেপি নয় কংগ্রেস এবং সিপিএমও একই দাবি করেছে। দেবশ্রী চৌধুরী এদিন বলেন তৃণমূল কংগ্রেস যদি এবার ভাবে গতবারের ফর্মুলা ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচন পার করবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূলের দাওয়াই এবার তাদের কাছেও রয়েছে। এদিন দেবশ্রী চৌধুরী আরো বলেন পশ্চিমবাংলার ১০০ দিনের কাজের দুর্নীতির রেকর্ড যেটা কেন্দ্রীয় সরকারের হাতে পৌঁছে গেছে যেখানে বৃহত্তর চুরির অভিযোগ রয়েছে। যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে এই রাজ্যের সরকার জনগণের টাকা।সেখানে কেন্দ্রীয় সরকার তবুও এই সরকার কে টাকা দিতে থাকবে সেটা হয় না । কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার সব সময় চায় দুর্নীতি মুক্ত প্রশাসন। এখানে বাংলার সরকার কোটি কোটি টাকা চুরি করবে আর কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার চুপ করে বসে থাকবে সেটা হতে পারে না।এদিন দেবশ্রী চৌধুরী বলেন উত্তর দিনাজপুর জেলার মানুষ যখন তাকে আশীর্বাদ করেছে তখন তিনি মনে করেন তার সীমিত রেলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিতে গিয়ে বলেন মধ্যে জেলার রেলের উন্নয়নে বেশ কিছু কাজ সম্পূর্ণ হয়েছে আগামী দিনেও যেগুলো বাকি রয়েছে সেগুলো কাজ সম্পূর্ণ করা হবে।। তিনি বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশনে শেড বৃদ্ধির জন্য অনুমোদন হয়ে গিয়েছে।খুব শীগ্রই তার কাজ শুরু হবে । তিনি বলেন খুব শীঘ্রই রাধিকাপুর এর রেলের ট্রাক বৃদ্ধি করা হবে এর পাশাপাশি রাধিকাপুর থেকে একটি সরাসরি ট্রেন যাতে দিল্লিগামী হয় তারও চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি দেবশ্রী চৌধুরী এদিন আরো বলেন বিএসএফ এর জন্য একটা আলাদা ট্রাক লাইন করা হচ্ছে রাধিকাপুরে। পাশাপাশি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ যাতে দ্রুত শুরু হয় তার জন্য তিনি চেষ্টা করছেন দ্রুততার সাথে বলে এদিন জানান।রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকা পুর স্টেশনের উন্নয়নে কেন্দ্রীয় রেল মন্ত্রক বেশ কিছু উন্নয়ন মূলক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে যার মধ্যে রাধিকাপুর স্টেশনে নুতন রেল ট্র্যাক নির্মাণ,কালিয়াগঞ্জ রেল স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মে শেড নির্মাণ প্রভৃতির কাজ খুব শীগ্রই হতে চলেছে বলে জানান। দেবশ্রী চৌধুরী বলেন খেলা,মেলা কার্নিভাল,বিজয়া সম্মিলনী করেই রাজ্যের আর্থিক সমস্যার সৃষ্টি করেছেন।কি ভাবে সরকারের অর্থ একজন মুখ্যমন্ত্রী হয়ে নষ্ট করা যায় তার উজ্বল দৃষ্টান্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। দেবশ্রী চৌধুরী বলেন দিনাজপুর জেলার মানুষ যখন তাকে আশীর্বাদ করেছে তখন আগামী দিনেও রেলের যে সমস্ত কাজ বাকি আছে সেগুলো দ্রুত করবার চেষ্টা করবেন বলে জানান।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার,প্রাক্তন পৌর পিতা তথা বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক কার্তিক পাল,বিজেপির কমিশনার গৌরাঙ্গ দাস সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *