অবশেষে খুশির এলাকার বাসিন্দারা বেহাল রাস্তার কাজ শুরু হওয়াতে
1 min readঅবশেষে খুশির এলাকার বাসিন্দারা বেহাল রাস্তার কাজ শুরু হওয়াতে
উওর দিনাজপুর জেলা করণদিঘী থেকে প্রদীপ সিনহা রিপোট অবশেষে খুশির এলাকার বাসিন্দারা বেহাল রাস্তার কাজ শুরু হওয়াতে। উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের অন্তর্গত লাহুতাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েত মোটা বাঁশ থেকে কালীতলা চয়নগারা পর্যন্ত
বেহাল রাস্তার সংস্কার এর দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা।বহুবার প্রশাসনের কাছে তাদের দাবি নিয়ে গেলেও কোন সমস্যার সমাধান হয় নি এতদিন পর্যন্ত।কিন্তু শারদীয়া দুর্গ উৎসব শেষ হওয়ার পর ই খুশির খবর দিল প্রশাসন এলাকার বাসিন্দা দের যে এলাকার রাস্তা অবশেষে এবার হতে চলছে। প্রশাসন উদ্যোগে পাকা রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী, এলাকাবাসীরা বলেন দ্রুত রাস্তার কাজ হয়ে গেলে খুব ভালো হবে।