মার্কসবাদী কমিউনিস্ট দলের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মহেন্দ্রগঞ্জ প্রমোদ দাশগুপ্ত ভবনে সোমবার
1 min readমার্কসবাদী কমিউনিস্ট দলের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মহেন্দ্রগঞ্জ প্রমোদ দাশগুপ্ত ভবনে সোমবার
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ অক্টোবর:সোমবার সারা দেশে র সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজারে অবস্থিত প্রমোদ দাস গুপ্ত(পি ডি জি)ভবনে সি আই টি ইউ অফিসে কমিউনিস্ট পার্টি(মা:)১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
কালিয়াগঞ্জ জোনাল অফিসে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভারতের চৌধুরী (মাধব),পি ডি জি ভবনে সি আই টি ইউ অফিসে পতাকা উত্তোলন করেন
উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী।উপস্থিত ছিলেন রাধিকা রঞ্জন দেবভুতি সহ বিশিষ্ট কমরেডরা।প্রতিটি শাখায় রক্ত পতাকা উত্তোলন সহ আলোচনার মাধ্যমে প্রতিষ্টা দিবস স্মরন করা হয় বলে জানা যায়।