কালিয়াগঞ্জে স্বর্গীয় খোকন সেন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন ভেলায় উদয়ন সংঘ_
1 min readকালিয়াগঞ্জে স্বর্গীয় খোকন সেন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন ভেলায় উদয়ন সংঘ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ অক্টোবর: রবিবার কালিয়াগঞ্জ রুদ্রবীনা ক্লাবের পরিচালনায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী মাঠে একদিনের আট দলীয় ফুটবল খেলায় চ্যাম্পিয়নের মর্যাদা পায় ভেলাই উদয়ন সংঘ।এই খেলায় ভেলাই উদয়ন সংঘ ট্রাই বেকারে ৩-০ গোলে কালিয়াগঞ্জ থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপস্থিত ছিলেন রুদ্র বীণা ক্লাবের সম্পাদক তরুণ গুহ,কালিয়াগঞ্জ পৌর সভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রথীন্দ্র নাথ গুহ, বিদ্যালয়ের পরিচালক কমিটির সভাপতি নীলাঞ্জন সাহা, স্বপন ব্রহ্ম,কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সহ সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী জয়ন্ত ব্যানার্জি,কালিয়াগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত টাউন বাবু মোহিনী বর্মন, স্বপন ব্রহ্ম সহ অনেকেই।খেলায় মোট কালিয়াগঞ্জ ব্লকের আটটি ফুটবল দল অংশ গ্রহন করে।
খেলা খেলা শেষে বিজয়ী ভেলাই উদয়ন সংঘের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দেন কালিয়াগঞ্জ।পৌর সভার ২নম্বর ওয়ার্ডের কমিশনার রথীন্দ্র নাথ গুহ,রুদ্রবীণা ক্লাবের সম্পাদক তরুণ গুহ, জয়ন্ত ব্যানার্জি সহ রুদ্রবীণা ক্লাবের সদস্যরা।খেলা দেখবার জন্য প্রচুর মানুষের ভিরি হয়।