December 22, 2024

সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যদের বিক্ষোভ কর্মসূচি

1 min read

সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যদের বিক্ষোভ কর্মসূচি

 প্রবাল সাহা ঃ-   সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করা হলো ই ডি ও সিবিআই এর বিরুদ্ধে। এদিনের শুরুতে স্লোগান দিতে দিতে মিছিল করে বিক্ষোভ প্রদর্শনকারী রা। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অশিক্ষক কর্মচারী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভের মূল স্লোগান ছিল ই ডি, সি বি আই তুমি উর্দি ছাড়ো বিজেপির ঝান্ডা ধরো। জনগণ দ্বারা নির্বাচিত সরকারের প্রতিনিধিদের লাগাতার ইডি সিবিআই দ্বারা ভয় দেখানোর প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ করছে বলে জানায়। এইদিনের কর্মসূচিতে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির বেশ কিছু সদস্যদের বক্তব্যে উঠে আসে একই সুর, অপরাধ করলে যে কোন দলের বিরুদ্ধে পদক্ষেপ যদি ইডি বা সিবিআই নেয় তাতে তাদের কোন আপত্তি নেই অথচ বিজেপির একাধিক নেতা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত থাকলেও ইডি বা সিবিআই তাদের একবারের জন্য তলব করেন না, অন্যদিকে তৃণমূলের প্রতিনিধিদের একের পর এক তলব চলছে। অপরাধ প্রমাণিত হলে সাজা হলেও আপত্তি নেই তবে সেটা যেন সবক্ষেত্রেই হয়। এদিনের বিক্ষোভ সমাবেশে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ বলেন.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *