October 23, 2024

পৌরসভার উদ্যোগে জাতীয় নগর জীবিকা মিশন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্কুলের বাচ্চাদের দেওয়া হলো স্কুলের পোশাক

1 min read

পৌরসভার উদ্যোগে জাতীয় নগর জীবিকা মিশন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্কুলের বাচ্চাদের দেওয়া হলো স্কুলের পোশাক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ,২৪আগস্ট :বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে এবং জাতীয় নগর জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহযোগীতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পোশাক দেওয়ার কাজ শুরু হল কালিয়াগঞ্জ পৌরসভায়। জানা যায় ভারত সরকারের জাতীয় নগর জীবিকা মিশনের মাধ্যমে গত দুই মাস ধরে পৌরসভায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পৌরসভার তিরিশটি স্কুলের ৬,৫৯৫ জন ছাত্রীদের জন্য ছাব্বিশ হাজার তিনশ আশি টি পোশাক তৈরি করেছে।

কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি রাম নিবাস সাহা জানান,জাতীয় নগর জীবিকা মিশন প্রকল্পের মাধ্যমে এই স্কুলের বাচ্চাদের দুই সেট করে পোশাক দেবার কাজ বুধবার থেকে শুরু হল।পৌর পিতা রাম নিবাস সাহা বুধবার মনিবাগ্ লিচুতলা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ছাত্র ছাত্রীদের হাতে পোশাক তুলে দিয়ে এই কাজের সূচনা করতে পারায় তিনি খুশি বলে জানান।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক,পৌর সভার নির্বাহী আধিকারিক বিকাশ রায় প্রকল্প আধিকারিক নন্দন সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। এই প্রকলপের আধিকারিক নন্দন সাহা জানান ,ভারত সরকারের জাতীয় নগর জীবিকা মিশনের উদ্যোগে কালিয়াগঞ্জ পৌর সভা এই উদ্যোগ নেবার ফলে একদিকে যেমন আমাদের কালিয়াগঞ্জ পৌর সভার স্বর্ণ জয়ন্তী গোষ্ঠীর মহিলারা এই বিদ্যালয়ের পোশাক তৈরি করে দুটো পয়সার মুখ দেখতে পায় তেমনি ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া পোশাকের মানের দিক দিয়েও নিশ্চিত হওয়া যায় বলে জানান।কালিয়াগঞ্জ পৌর সভার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে গিয়ে পোশাক দেওয়া হবে বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।

7 thoughts on “পৌরসভার উদ্যোগে জাতীয় নগর জীবিকা মিশন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্কুলের বাচ্চাদের দেওয়া হলো স্কুলের পোশাক

  1. Their treatment plan will include information about dandruff discount cialis In front of the gas chambers he had put a large amount of chloride of lime a thin layer of this was first thrown over the corpses, and then a thick layer of sand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *