December 23, 2024

কালিয়াগঞ্জ এর তৃণমূল নেতা রাজিব সাহা যোগ্য তাই দল তাকে দায়িত্ব দিয়েছে বললেন বিধায়ক সৌমেন রায়

1 min read

কালিয়াগঞ্জ এর তৃণমূল নেতা রাজিব সাহা যোগ্য তাই দল তাকে দায়িত্ব দিয়েছে, বললেন বিধায়ক সৌমেন রায়

তন্ময় চক্রবর্তী তৃণমূল নেতা রাজিব সাহা যোগ্য তাই দল তাকে দায়িত্ব দিয়েছে গতকাল রাতে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়। তিনি বলেন তার বিশ্বাস আগামী দিনে রাজীব সাহা তার কর্মী এবং দল এর নেতৃত্বকে সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি ও উপ পৌর পতি এবং সমস্ত কমিশনারদের নিয়ে সংঘটন এর সাথে সাথে প্রশাসনিক দিক থেকে পৌরসভা কে সহযোগিতা করবেন ।

তিনি বলেন বিগত দিনে মানুষকে আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম  আজ আমরা  তার বিনিময়ে  সতেরো টি ওয়ার্ড এই আমরা সেই কথা রাখব। বিধায়ক বলেন সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস রাজীব সাহাকে যোগ্য মনে করেছে তাই তাকে দায়িত্ব দিয়েছে।আগামী দিনে তার নেতৃত্বে একটা মজবুত সংঘটন কালিয়াগঞ্জ এ গড়ে উঠবে বলে তিনি মনে করেন। এদিন বিধায়ক আরো বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটিতে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পাবে এ নিয়ে কোন দ্বিধা নেই।। বিধায়ক সৌমেন রায় এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি নিতাই বৈশ্যকেও শুভেচ্ছা জানান।

1 thought on “কালিয়াগঞ্জ এর তৃণমূল নেতা রাজিব সাহা যোগ্য তাই দল তাকে দায়িত্ব দিয়েছে বললেন বিধায়ক সৌমেন রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *