December 23, 2024

স্বাধীনতা দিবসের আগে বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার প্রোফাইলের ছবি

1 min read

স্বাধীনতা দিবসের আগে বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার প্রোফাইলের ছবি

স্বাধীনতা দিবস পালন নিয়ে একটা আলাদা উৎসাহ সব সময় দেখা যায়। আর এবার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপিত হতে চলেছে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই এবারের স্বাধীনতা দিবস যে বিশেষভাবে পালিত হবে তা বলাইবাহুল্য। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। আর এই উৎসব পালনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হর ঘর তেরঙ্গা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ছবি বদল করার আবেদন করেন।

আর সেই আবেদনে সাড়া দিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বদলে ফেললেন তাঁর টুইটারের প্রোফাইল পিকচার। তবে সেই ছবিতে তেরঙ্গার সাথে থাকছে ৩০ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি। একইভাবে তৃণমূলের অফিশিয়াল পেজের প্রোফাইল ছবিও বদলে ফেলা হয়েছে। একইসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ সম্পর্কে নিজের ধারণা যেমন ব্যক্ত করেছেন, সে রকমই আমজনতার দেশ সম্পর্কে মনোভাব জানার জন্য একটি নতুন হ্যাশট্যাগ তৈরি করেছেন। সব মিলিয়ে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের প্রোফাইল ছবি বদলে দিয়ে বড় চমক দিলেন তা স্পষ্ট।

1 thought on “স্বাধীনতা দিবসের আগে বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার প্রোফাইলের ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *