চারদিনের রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু রায়গঞ্জে
1 min readচারদিনের রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু রায়গঞ্জে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১আগস্ট: উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন সংস্থার ব্যবস্থাপনা এবং রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সহযোগিতায় চারদিনের রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হয় বুধবার সংস্থার নিজস্ব কোর্টে।বুধবার ছেলেদের ও মেয়েদের অনূর্ধ ১৭ এবং অনুর্ধ ১৯ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনূর্ধ ১৭ ছেলেদের বিভাগে দার্জিলিং জেলার অশ্রুজিৎ ভৌমিক ১৫- ১০ ও ১৫- ৮ পয়েন্টস মধ্য কলকাতার আরিয়ান সাম্যকে হারিয়েছে মেয়েদের অনূর্ধ্বঅনূর্ধ্ব ১৭ বিভাগে উত্তরবঙ্গের জলপাইগুড়ির দেবাদৃতা দে মজুমদার ১৫- ১০ ও ১৫- ১৩ পয়েন্টসে উত্তর ২৪পরগনার দেবাদ্রিতা নন্দীকে হারিয়ে জয়ী হয়।
অপরদিকে ছেলেদের অনূর্ধ ১৯ বিভাগে উত্তর দিনাজপুর জেলার অঙ্কুশ কুমার সাহা ১৫- ৭ ও ১৫- ৮ পয়েন্ট সে দক্ষিণ ২৪ পরগনার রিশপ ঋষভ গুপ্তকে হারিয়ে দেয়,মেয়েদের অনূর্ধ১৯ বিভাগে কানিস্কা বিজানিয়া ১৫- ৩ ১৫- ৫ পয়েন্টসে প্রিয়াঙ্কা মাহাতো কে হারিয়ে দেয় বলে উত্তর দিনাজ ব্যাডমিন্টন সংস্থার সচিব নির্মল ঘোষ জানান।রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। খেলা চলবে আগামী ১৩ই আগস্ট পর্যন্ত।