December 22, 2024

খবরের জেরে কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা শহরের মানুষদের বিদ্যুৎ সম্পর্কে সচেতন করলো-

1 min read

খবরের জেরে কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা শহরের মানুষদের বিদ্যুৎ সম্পর্কে সচেতন করলো-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ আগস্ট:কালিয়াগঞ্জ পৌর শহরে বিদ্যুৎ দপ্তরকে কেন্দ্র করে কোন অঘটন না ঘটে সেই কারনে কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে একটি লিফলেট দিয়ে কালিয়াগঞ্জ বাসীকে পৌর সভার পক্ষ থেকে সচেতন করা হয়। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন পৌর সভায় অসাবধানবশত শহরের লাইট পোস্টে সুইচ বাক্স যদি কোথাও খুলে মরন ফাঁদ হয়ে থাকে তাহলে আপনি একজন সচেতন পৌর নাগরিক হিসাবে আপনার দায়িত্ব পালন করুন

 

।পৌর সভায় সাথে সাথে নির্দিষ্ট ফোন নম্বরে জানিয়ে দেবার আবেদন করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা। পৌর পিতা রাম নিবাস সাহা তার আবেদনে বলেন আপনার চোখে কোথাও বিদ্যুতের মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে এমন কোন আশঙ্কা দেখলে তাগু পৌর সভায় জানিয়ে দেওয়া আপনার দায়িত্বের মধ্যেই পরে। ।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন কাজ করতে গেলে ভূল হতেই পারে। সেই কারনে আমাদেরও মানুষকে এসব গুরুত্বপূর্ন ব্যাপারে সচেতন করা উচিত বলেই আমি মনে করি। কিছুদিন আগে বৃষ্টির মধ্যে শহরের একটি হাইমাস্ট ল্যাম্প পোস্টের নিচে বিদ্যুতের সুইচ বাক্স খোলা রাখায় এই মরন ফাঁদের খবর প্রকাশ করার কারনেই এই লিফলেটের মাধ্যমে পৌর পিতার আবেদন মনে করা হচ্ছে বলে শহরের মানুষ মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *