জনমুখী প্রকল্পের কাজ তদারকি করতে জেলার আধিকারিকদের প্রতি শনি ও রবিবার গ্রামে যাবার নির্দেশ জেলা শাসকের
1 min readজনমুখী প্রকল্পের কাজ তদারকি করতে জেলার আধিকারিকদের প্রতি শনি ও রবিবার গ্রামে যাবার নির্দেশ জেলা শাসকের
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১লা আগস্ট:রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কাজ সরেজমিনে প্রত্যক্ষ করতে উত্তর দিনাজপুর জেলার জেলা আধিকারিকদের এখন থেকে গ্রামেগঞ্জে যেতে হবে।উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলার আধিকারিকদের এই নির্দেশ দিয়েছে বলে জানা যায়।জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান সপ্তাহের প্রতি শনি ও রবিবার উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখতে হবে রাজ্য সরকারের জন কল্যাণমুখী কাজ কর্ম গুলি সঠিক ভাবে রুপায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।শুধু তাই নয় গ্রামেগঞ্জের মানুষদের রাজ্য সরকারের প্রকল্প গুলি সম্পর্কে জনমত সংগ্রহও তাদের করতে হবে বলে জানা যায়।
জানা যায় এই মাস থেকে উত্তর দিনাজপুর জেলার ৯ টি ব্লকের মোট ৯৮টি গ্রাম পঞ্চায়েত আছে। এই গ্রাম পঞ্চায়েত গুলিতে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আধিকারিকদের প্রতি শনি ও রবিবার সেই এলাকা গুলিতে যেতে হবে। এই বিশেষ কাজে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক পরিদর্শনে জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ মর্যাদা সম্পন্ন অফিসার দের সাথে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরাও থাকবেন বলে জানা যায়।জানা যায় উত্তর দিনাজপুর জেলার গ্রামেগঞ্জে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির দিকে নজর দিতে হবে বিশেষ করে মুখ্য মন্ত্রীর দপ্তরে যে প্রকল্পগুলি সম্পর্কে অভিযোগ জমা পড়েছে সেগুলি হল বাংলা আবাস যোজনা,১০০দিনের কাজ,মিশন নির্মল বাংলা,দুয়ারে রেশন,অঙ্গন ওয়ারী কেন্দ্র, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী,বাংলা গ্রামীণ সড়ক যোজনা, মিড ডে মিল, প্রকল্প গুলিকে বিশেষভাবে নজর দিতে হবে বলে জানা যায়।
Itís hard to find well-informed people for this subject, but you seem like you know what youíre talking about! Thanks