প্রাক্তন পৌরপতি অরুণ দে সরকারের গলায় মালা দিতে পারল না কালিয়াগঞ্জ পৌরসভা। ছি ছি বলছে সাধারণ মানুষ।
1 min readপ্রাক্তন পৌরপতি অরুণ দে সরকারের গলায় মালা দিতে পারল না তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা। ছি ছি বলছে সাধারণ মানুষ।
তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি অরুণ দে সরকারের মৃত্যুবার্ষিকী পালন করতে বেমালুম ভুলে গেল তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা। এ ক্ষেত্রে পৌরসভার ব্যর্থতা স্বীকার করে নিয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা জানান আজকে উচিত ছিল আমাদের পৌরসভার সামনে প্রাক্তন পৌরপতি অরুন দে সরকারের মৃত্যুবার্ষিকী পালন করা। কিন্তু সেটা করা গেল না এটা আমাদের ব্যর্থতা।
রাম নিবাস সাহা বলেন পৌরসভায় না করা হলেও তিনি ব্যক্তিগতভাবে প্রাক্তন পৌরপতি র বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পরিবারের কেউ ই ছিলেন না। তবে যাই হোক না কেন প্রাক্তন পৌরপতির প্রতি শ্রদ্ধা নিবেদন কালিয়াগঞ্জ পৌরসভা করতে না পারায় কালিয়াগঞ্জের সাধারণ নাগরিকরা তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন যেটা আজকে হল সেটা খুবই দুঃখজনক কারণ কালিয়াগঞ্জের উন্নয়ন এর পথ প্রথম দেখিয়েছিল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি অরুণ দে সরকার। কিন্তু আজ তাকে শ্রদ্ধা জানাতে পারল না তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা। তবে আজ জাতীয় কংগ্রেস কালিয়াগঞ্জ এ তাদের কার্যালয়ে প্রাক্তন পৌরপতির প্রতিকৃতিতে মাল্যদান করে স্মরণসভার আয়োজন করে।।