কালিয়াগঞ্জ আইসিআইসি ব্যাংকের শাখা উদ্বোধন-
1 min readকালিয়াগঞ্জ আইসিআইসি ব্যাংকের শাখা উদ্বোধন-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬জুলাই: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মারোয়ারিপট্টিতে আই সি আই সি ব্যাংকের কালিয়াগঞ্জ শাখার উদ্বোধন করা হয়। আই সি আই সি ব্যাংকের কালিয়াগঞ্জ শাখার উদ্বোধন করেন ব্যাংকের রিজিওনাল ম্যানেজার অনির্বাণ ব্যানার্জি।
উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের নুতন শাখার ব্রাঞ্চ ম্যানেজার অনির্বাণ সেন এবং বালুরঘাট থেকে আগত শুভব্রত দাস।আই সি আই সি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার অনির্বাণ ব্যানার্জি উপস্থিত আমানতকারীদের উদ্দেশ্যে বলেন কালিয়াগঞ্জের এই ব্যাংকের আমানতকারীরাই আমাদের এই ব্যাংকের আসল মালিক। তাদের উপর নির্ভর করেই আমাদের এই ব্যাংকের সাফল্য এবং অসাফল্য নির্ভর করবে
।আমাদের ব্যাংকের পক্ষ থেকে বলতে পারি আমরা কালিয়াগঞ্জের মানুষদের ব্যাংক পরিষেবা দিতে বদ্ধপরিকর। আই সি আই সি ব্যাংকের কালিয়াগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার অনির্বাণ সেন বলেন কালিয়াগঞ্জের মানুষের সার্বিক সহায়তার উপরই নির্ভর করবে এই ব্যাংকের ভবিষ্যৎ। তাই তিনি সবাইকে এই ব্যাংকের গ্রাহক হবার জন্য আবেদন জানান।