কালিয়াগঞ্জ ব্লকে মাধ্যমিকে প্রথম তিন বৈশালী,স্নেহা ও সোনিয়া
1 min readকালিয়াগঞ্জ ব্লকে মাধ্যমিকে প্রথম তিন বৈশালী,স্নেহা ও সোনিয়া
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩জুন: রাজ্য জুড়ে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে।এবারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছে মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বৈশালী গাঙ্গুলি এবং স্নেহা ঘোষ।তাদের অর্জিত নম্বর যথাক্রমে ৬৭৮ এবং ৬৭৬ এবং তৃতীয় স্থান অধিকার করেছে মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সোনিয়া দাস।অর্জিত নম্বর ৬৭৫।
এই সাফল্য পাওয়ায় খুশি স্কুলের শিক্ষিকা সহ অভিভাবকেরা।এদিন কালিয়াগঞ্জ এর কৃতি ছাত্রী তথা কালিয়াগঞ্জ ব্লক ও শহরের মধ্যে প্রথম স্থান অধিকারী মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বৈশালী গাঙ্গুলীর বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি রাম নিবাস সাহা ও উপ পৌর প্রতি ঈশ্বর রজক।ফল ঘোষণা হবার পর এদিন কালিয়াগঞ্জ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি এজাবুল হকের নেতৃত্বে শিক্ষকেরা স্কুলে গিয়ে মাধ্যমিকে কালিয়াগঞ্জ ব্লকের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের ফুলের তোরা ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা প্রদান করে। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন বলে জানান কালিয়া গঞ্জ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এজাবুল হক।