দিঘাতে রেলের গরিব কল্যাণ সম্মেলন অনুষ্ঠান
1 min readদিঘাতে রেলের গরিব কল্যাণ সম্মেলন অনুষ্ঠান
পূর্ব মেদিনীপুর ঃকেন্দের বিজেপি সরকারের ৮ বছরের উন্নয়নকে সামনে রেখে রেলের তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্টেশনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য শোনার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাগানো হয়েছে জায়েন্ট স্কিন। পূর্ব মেদিনীপুরের সৈকত নগরী
দিঘা রেল স্টেশনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুদাম পন্ডিত, সংগঠনের যুব সভাপতি তথা খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক, ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরুপ দাশ, হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল, জেলার আইটি ইন চার্জ রূম্পা মিশ্র প্রমুখ।