December 22, 2024

স্কুলকে আস্ত একটা ট্রেনে পরিণত করল স্কুল কতৃপক্ষরা

1 min read

স্কুলকে আস্ত একটা ট্রেনে পরিণত করল স্কুল কতৃপক্ষরা

 

রাকেশ রায়ের রিপোর্ট স্কুলকে আস্ত একটা ট্রেনে পরিণত করল স্কুল কতৃপক্ষরা। স্কুল কতৃপক্ষের এই অভিনব উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছে স্হানীয়রা। এমনি এক চিত্র ধরা পরল চোপড়া ব্লকের দোলুয়া সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ে । স্কুল কতৃপক্ষ সূত্রে জানা গেছে করোনার আবহের কারণে বহু পড়ুয়ারা স্কুল ছুট হয়ে গেছে। মাঝ খানে আবার রাজ্য সরকারের নির্দেশে ১ মাস গরমের ছুটি। পড়ুয়াদের স্কুল মুখি করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে বহু স্কুল।

 

তবুও পড়ুয়াদের স্কুল মুখি করতে হিমসিম খেতে হচ্ছে স্কুলে শিক্ষকদের। তাই সমস্ত রকম চিন্তা ভাবনা রেখে এবার এক অভিনব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন স্কুল কতৃপক্ষ। এবং পড়ুয়াদের স্কুল মুখি করতে স্কুলকেই পেন্টিং এর মাধ্যমে এক আস্ত ট্রেনে পরিণত করা হয়। পড়ুয়াদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুল মুখি হবে বলে আশাবাদী স্কুল কতৃপক্ষরা।অন্যদিকে স্হানীয় বাসিন্দারা স্কুল কতৃপক্ষের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। এবং স্কুলের এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুলে আসবে বলে স্হানীয়রা বাসিন্দারাও আশাবাদী। তার পাশাপাশি স্হানীয় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোকসেদুর রহমান বলেন, স্কুলের প্রধান শিক্ষকের এই উদ্যোগ। দেখতে খুব ভালো লাগছে। এবং এই দৃশ্য দেখার পর পড়ুয়ারা স্কুলে আসবেন বলে তিনিও আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *