December 22, 2024

চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নির্দেশে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র ব্যানারেদাসপাড়া ও ঘিরনীগাঁও অঞ্চলের টোটো চালকদের সংগঠন গঠিত হলো

1 min read

চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নির্দেশে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র ব্যানারেদাসপাড়া ও ঘিরনীগাঁও অঞ্চলের টোটো চালকদের সংগঠন গঠিত হলো

চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নির্দেশে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র ব্যানারে দাসপাড়া ও ঘিরনীগাঁও অঞ্চলের টোটো চালকদের সংগঠন গঠিত হলো। মঙ্গলবার দাসপাড়া এলাকায় দাসপাড়া ও ঘিরনীগাঁও অঞ্চলের ৪৫টি বুথের প্রায় আট শতাধিক টোটো চালকদের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় ঘিরনীগাঁও অঞ্চলের অঞ্চল তৃণমূল সভাপতি মহম্মদ আশরাফুল

এবং দাসপাড়া অঞ্চলের তৃণমূল সভাপতি জিয়াউল হক ও তৃনমূল নেতা ফজলুল হক সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, দাসপাড়া ও ঘিরনীগাঁও অঞ্চলে কোনও সংগঠন না থাকার ফলে যেমন টোটো চালকরা ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত হচ্ছিলেন।

ঠিক তেমনই অতিরিক্ত ভাড়া দাবী করা টোটো চালকদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছিলেন বাসিন্দারা। এদিনের টোটো চালকদের সংগঠন গঠিত হওয়ার মধ্য দিয়ে সব সমস্যার অবসান হবে। পাশাপাশি খুব শীঘ্রই সংগঠনের তরফে ভাড়ার তালিকা তৈরি করে জনমানসের সামনে প্রকাশ করা হবে। যা থেকে চালক বা যাত্রী কারোরই মধ্যে ভাড়া নিয়ে কোনও বিভ্রান্তি থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *