কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ সমিতির উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাৎসরিক ফলহারিণী কালী পূজা
1 min readকালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ সমিতির উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাৎসরিক ফলহারিণী কালী পূজা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯মে:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ৬৪প্রহর নাম যজ্ঞ কমিটির ব্যবস্থাপনায় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে ফল হারিনি মন্দিরে ৬৫ তম “ফল হারিনি* মায়ের পূজা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে মায়ের পূজা শুরু করেন রবিবার সন্ধ্যা ৬ থেকে মন্দিরের নিয়মিত পুরুহিত অজিত তলাপত্র।
মন্দির কমিটির কার্যকরী সভাপতি পরিতোষ নন্দী বলেন এবার তাদের এই সার্বজনীন ফল হারিনি মায়ের পূজা ৬৫ বৎসরে পদার্পন করলো।কালিয়াগঞ্জের সাধারন ভক্তদের সাহায্য ও সহায়তায় এই পূজা হয়ে থাকে। বিকাল থেকে মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তদের ভিড় দেখা যায়।
তিনি বলেন পূজা শেষে উপস্থিত ভক্তদের পূজার প্রসাদ দেওয়া হবে বলে জানান।কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম সমিতির সাধারন।সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন তাদের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে সম্প্রতি বাবা গনেশের পাথরের মূর্তির উদ্বোধন করা হয় বলে জানান। তিনি বলেন সবার সহযোগিতায় কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্র গঞ্জ নাটমন্দিরকে বৃন্দাবন ধামে পরিনত করবার ইচ্ছা নিয়ে সবাই মিলে কাজ করে চলেছেন বলে জানান।