December 21, 2024

রাধিকাপুর – বারসই সেকশানে রেল রুটে বৈদ্যুতিক করনের কাজ শুরু-সাধারন মানুষ খুশি_

1 min read

রাধিকাপুর – বারসই সেকশানে রেল রুটে বৈদ্যুতিক করনের কাজ শুরু-সাধারন মানুষ খুশি_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৮মে:ভারত বাংলাদেশ সীমান্ত রেলপথের রাধিকাপুর- বারসই সেকশানে ডিজেল চালিত ইঞ্জিনের পরিবর্তে বিদ্যুতায়নের মাধ্যমে রেল চলাচলের ব্যবস্থা শুরু হচ্ছে। জানা যায় উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন থেকে বিহারের বারসই জংশন পর্যন্ত ৫৫ কিমি রেল পথের বিদ্যুতায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলপথের কাটিহার ডিভিশনের ডি আর এম এস কে চৌধুরী এক লিখিত চিঠিতে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে এই খবর জানিয়েছেন বলে জানা যায়। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডি আর এম এস কে চৌধুরী এক প্রশ্নের উত্তরে জানান ইতিমধ্যেই বিহারের বারসই জংশন থেকে

 

রাধিকাপুর সেকশানে রেল লাইনের বিদ্যুতায়নের কাজ শুরু হয়ে গেছে। তিনি বলেন রেল দফতরের পক্ষ থেক চলতি ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করবার সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছে বলে ডি আর এম এস কে চৌধুরী জা রাধিকাপুর- বারসই রেল সেকশানে বিদ্যুতায়নের কাজ শুরু হবার খবরে কালিয়াগঞ্জ,রাধিকাপুর,রায়গঞ্জ এলাকার মানুষ প্রচন্ড খুশি বলে জানা যায়। কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা এক সাক্ষাৎকারে বলেন অবহেলিত রাধিকাপুর বার সই সেকশানে বিদ্যুতায়নের কাজ শুরু হওয়ায় মনে হচ্ছে এবার এই অবহেলিত রেল সেকশনকে রেল দপ্তর গুরুত্ব দিতে চলেছে। সুনীল সাহা বলেন রাধিকা পুর বারসই রেল সেকশানে বিদ্যুতায়নের কাজ শেষ হলে এই অবহেলিত রেল রুটের গুরুত্ব অনেকাংশেই আগের তুলনায় বেড়ে যাবে বলেই তার বিশ্বাস।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান রাম নিবাস সাহা বলেন রাধিকাপুর বারসই সেকশানে বিদ্যুতায়নের কাজ শুরু হওয়ায় তিনি প্রচন্ড খুশি।রেল দপ্তরের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *