গোয়ালপোখর এক ব্লকের পান্জিপারা আইটিআই কলেজের পাশে ছাত্রাবাসের শুভ উদ্বোধন করেন গোয়ালপোখর এর বিধায়ক ও রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী
1 min readগোয়ালপোখর এক ব্লকের পান্জিপারা আইটিআই কলেজের পাশে ছাত্রাবাসের শুভ উদ্বোধন করেন গোয়ালপোখর এর বিধায়ক ও রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক ব্লকের পান্জিপারা আইটিআই কলেজের পাশে একটি ছাত্রাবাসের শুভ উদ্বোধন করেন গোয়ালপোখর এর বিধায়ক ও রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী। বলেন প্রায় 1 কোটি 12 লক্ষ টাকা আনুমানিক ব্যয় এই ছাত্রাবাসের নির্মাণ করে উদ্বোধন করা হলো।
আরো একটি ছাত্রাবাস নির্মাণ করা হবে। তিনি বলেন 11 বছর আগেকার কলকাতার এখনকার কলকাতার মধ্যে অনেক পার্থক্য কলকাতা গেলে মনে হয় না যে দেশে আছি মনে হয় বিদেশে আছি। স্বাস্থ্য ক্ষেত্রে আগে আমরা ভারতের অন্যান্য রাজ্যের কথা যেমন চেন্নাই কেরালা এসব কথা ভাবতাম কিন্তু এখন রাজ্যেই উন্নত মানের চিকিৎসা হচ্ছে। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী 11 বছরের সরকারে আসার আগে বলতেন সরকার মানুষের জন্য মানুষের জন্য সরকার। তিনি এতগুলো স্কিম তৈরি করে ও উন্নয়ন করে পশ্চিমবঙ্গ নয় সারা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছেন।যখন সরকার মানুষের জন্য হয় তখন কাজ করে আলাদা আনন্দ পাওয়া যায়। তিনি বলেন গোয়ালপোখর নয় সারা রাজ্যেই উন্নয়ন হচ্ছে বলে তিনি মনে করেন।