October 24, 2024

কবি-ডঃ গৌর গোপাল সরকার

1 min read

কবি-ডঃ গৌর  গোপাল সরকার পেশায় একজন সু-চিকিৎসক হলেও নেশায় বর্ষীয়ান গৌরবাবু আপাদ মস্তক একজন সু-লেখক।গৌরবাবু বীরভূমের লাল মাটির দেশ রামপুরহাটের স্থায়ী বাসিন্দা।আজ এই বর্ষীয়ান কবির রচিত একটি কবিতা বর্তমানের কথার পোর্টাল নিউজের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পেরে  যেমন  গর্বিত, তেমনি বর্ষীয়ান কবি ডঃ গৌর  গোপাল সরকারকেও আমাদের দপ্তরে স্বরচিত কবিতা পাঠানোর জন্য অজস্র  ধন্য বাদ জানাচ্ছি
       প্লিজার
ক্রমশ আনন্দ,হাতে লেগে
থাকা মহানন্দে,
বরফ হয়ে গলে যায় হৃদয়ের
ফুসফুসে,অভিমানে
ঘড়ির কাঁটার মতোই টিকটিক করে চলা,
আমাদের উপলব্ধি,মিশে যায় চিতার অগ্নিতে।
এইভাবে জেগে থাকা যৌথ জমাট বাঁধা অন্ধকারে,পরিবার,ভোর হয়ে মিশে যায় মিশরের মমিতে,
একা—একাই——–
জীবন থেকে জলের মত
টপ টপ করে ঝরে যায়,
প্রতিটি মুহূতের আনন্দ,
হ্যারিকেন হয়ে সূর্যের বুকে
আলো জমায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *