October 30, 2024

আন্তঃ রাজ্য স্কুল ফুটবল খেলতে কোলকাতায় গেল কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা-

1 min read

আন্তঃ রাজ্য স্কুল ফুটবল খেলতে কোলকাতায় গেল কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩,এপ্রিল:,কলকাতায় আন্তঃ রাজ্য স্কুল ফুটবলে অংশগ্রহণ করতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ফুটবল দলের ছাত্ররা শুক্রবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিল।দক্ষিণ দিনাজপুর

জেলার কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ফুটবল কোচ সুমিত বর্মন শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন এই আন্তঃ রাজ্য ফুটবলে কুশ মন্ডি উচ্চ বিদ্যালয়ের ছাত্র কমল দেবশর্মা,অনুজ সরকার, আব্দুল সালাম,পালুষ মুর্মু, সুমিত মুর্মু,শুভঙ্কর সরকার,পলাশ বাস্কে এবং মনোজিৎ সরকার।আগামী ৩রা মার্চ থেকে ৪ঠা মার্চ কলকাতার খিদিরপুর মাঠে অনুষ্ঠিত হবে।এই ফুটবল খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *