মনোনয়ন পত্র জমা দেবার পর কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় কালিয়াগঞ্জ শহরে মহামিছিল বের করে গেরুয়া ঝড় তুললেন
1 min readমনোনয়ন পত্র জমা দেবার পর কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় কালিয়াগঞ্জ শহরে মহামিছিল বের করে গেরুয়া ঝড় তুললেন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩মার্চ: মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন শনিবার রায়গঞ্জের কর্নজোড়ায় সকাল সকাল কালিয়াগঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক অতনু মন্ডলের কাছে মনোনয়ন পত্র জমা দিল কালিয়াগঞ্জের ৩৪ নম্বর (তফ)বিধান সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায়।পরে বিজেপির জেলা নেতৃত্বদের সাথে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী মাঠে বিজেপির এক বর্ণাঢ্য মহামিছিলে অংশগ্রহণ করে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে শহরের মানুষদের আশীর্বাদ প্রার্থনা করে গেরুয়া ঝড় তোলেন বিজেপি প্রার্থী সৌমেন রায়।
এই মহা মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী,বিজেপির জেলা পর্যবেক্ষক শিবেন্দু শেখর রায়,কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস,বিজেপির কালিয়াগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর রানা প্রতাপ ঘোষ,প্রাক্তন পৌর পতি কালিয়াগঞ্জ কার্তিক পাল,মন্ডল সভাপতি কার্তিক পাহান,তারিণী কান্ত রায়,বিজেপির জেলা পরিষদ সদস্য কমল সরকার,জগন্নাথ ভট্টাচার্য, বিজেপি নেতা অমিত সাহা,বিজেপির জেলা মহিলা নেত্রী দোলা মোদক সহ প্রচুর সংখক সমর্থকগন।
,বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন ২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে কালিয়াগঞ্জ বিধান সভা আসনে বিজেপি প্রার্থী ছাপ্পান হাজার ভোটে এগিয়ে আছে।আমরা নিশ্চিত কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি নিয়ে সাশক তৃণমূল কংগ্রেস যতই মুচকি হাসুক শেষ হাসি হাসবে আমাদের বিজেপি প্রার্থী সৌমেন রায়ই। বিজেপি প্রার্থী সৌমেন রায় বলেন আমি জয়ী হলে কালিয়াগঞ্জ শহরকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করে একটি সুন্দর শহর ও বিভিন্ন গ্রামাঞ্চলের উন্নতি সাধন করতে আমি বদ্ধপরিকর।আশা করছি লোক সভায় যেমন বিজেপির সাংসদ কালিয়াগঞ্জের মানুষ আপনারা উপহার দিয়েছিলেন এবার বিধান সভা নির্বাচনেও কালিয়াগঞ্জ বিধান সভার সম্মানীয় নির্বাচকমন্ডলি আমাকেই আপনাদের আশীর্বাদ বর্ষণ করবেন বলে জানান।