ইটাহারের দুর্গাপুর বাজারে বিজেপির সমর্থক আখতার আলীর উপর তৃণমূলের দুস্কৃতিদের হামলা
1 min readইটাহারের দুর্গাপুর বাজারে বিজেপির সমর্থক আখতার আলীর উপর তৃণমূলের দুস্কৃতিদের হামলা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯ মার্চ:সোমবার বিকালে উত্তর দিনাজপুর জেলার দুর্গাপুর বাজারে বিজেপির সমর্থকের উপর তৃণমূলের দুস্কৃতিদের হামলার অভিযোগ।জানা যায় বিজেপির সমর্থক আখতার আলী যখন বিজেপির দলীয় পতাকা দুর্গাপুর বাজারে লাগানোয় ব্যাস্ত ছিলেন সেই সময় তাকে প্রচন্ড ভাবে মারধোর করা হয়। ভীষণভাবে আহত করবার পর তাকে হুমকি দেওয়া হয় আর কোনদিন যেন তাকে বিজেপির মিছিলে না দেখা যায়।
এই ঘটনায় বিজেপির রাজ্য নেতা প্রদীপ সরকার ইটাহার থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।প্রদীপ সরকার ইটাহার থানায় অভিযোগ জানিয়ে অবিলম্বে তৃণমূলের দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।আহত আখতার আলী বর্তমানে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি আছেন বলে বিজেপি নেতা প্রদীপ সরকার জানান।