শনিবার গভীর রাতে কালিয়াগঞ্জে বিজেপির আমরন অনশন প্রত্যাহার আলোচনার প্রতিশ্রুতি পেয়ে-
1 min readশনিবার গভীর রাতে কালিয়াগঞ্জে বিজেপির আমরন অনশন প্রত্যাহার আলোচনার প্রতিশ্রুতি পেয়ে-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮ মার্চ:শনিবার গভীর রাতে বিজেপির উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর দেওয়া প্রার্থী পরিবর্তনের আলোচনার আশ্বাস পাবার পর কালিয়াগঞ্জের বিজেপির কর্মকর্তাগণ আমরন অনশন তুলে নিলেন।জানা যায় উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে গভীর রাতে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের বিজেপির অনশন মঞ্চে চলে আসেন।সেখানে সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী উপস্থিত বিজেপি নেতৃত্বদের প্রতিশ্রুতি দেন।
তিনি আশ্বাস দেন রবিবার কালিয়াগঞ্জের বিজেপির ঘোষিত প্রার্থী সৌমেন রায়ের পরিবর্তন নিয়ে কালিয়াগঞ্জের বিজেপির প্রথম সারির নেতাদের সাথে বিজেপির কেন্দ্রীয় কমিটির বলিষ্ঠ নেতা অরবিন্দ মেননের একটি বৈঠকের ব্যবস্থা করেছেন।প্রাথী পরিবর্তনের আলোচনার আবেদন ও প্রতিশ্রুতি দেবার পর বিজেপির কালিয়াগঞ্জের নেতৃত্বরা সহ মত পোষণ করে। এর পর সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বিজেপির উত্তর দিনাজপুর যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাসকে শরবত খাইয়ে দিলে আমরন অনশন প্রত্যাহার করে নেয় বলে জানা যায়।
কালিয়াগঞ্জ বিধান সভা ক্ষেত্রে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কালিয়াগঞ্জের ভুমিপুত্রকে আড়াল করে জলপাইগুড়ির ফালাকাটা থেকে এক অচেনা অজানা ব্যক্তিকে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী ঘোষণা করায় গত ১৮ই মার্চ থেকে কালিয়াগঞ্জের বিজেপির নেতৃত্বরা বিভিন্ন ধরনের প্রতিবাদ করে আসছিল।এর পর গত শনিবার দুপুর ১২ টা থেকে কালিয়াগঞ্জ শহরে বিজেপির জেলা যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলার সভাপতি গৌতম বিশ্বাস,
কালিয়াগঞ্জ বিধান সভার কনভেনার রানা প্রতাপ ঘোষ এবং যুব।মোর্চার কালিয়াগঞ্জ শহর সভাপতি তন্ময় বিশ্বাস আমরন অনশন শুরু করে দিলে শুধু কালিয়াগঞ্জ নয় সারা উত্তরবঙ্গে বিজেপির দলের মধে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তাই নয় বিজেপির জয়ী হবার সম্ভাবনাপূর্ন কালিয়াগঞ্জের মত বিধান সভা কেন্দ্রটি হেলাফেলা করে তৃণমূল দলকে উপহার দেবার ব্যবস্থ্যা প্রায় নিশ্চিত করছিল বলে রাজনৈতিক মহল মনে করছে।