কালিয়াগঞ্জ বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে রাজবংশী গাবুর সংঘের সুধীর সরকার-
1 min readকালিয়াগঞ্জ বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে রাজবংশী গাভুর সংঘের কর্ণধার সুধীর সরকার-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭,মার্চ: অবশেষে শেষ মুহূর্তে কালিয়াগঞ্জ রাজবংশী গাভুর সংঘের কর্ণধার নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সুধীর সরকার।সুধীরবাবু বলেন যেহেতু কালিয়াগঞ্জ ৩৪ নম্বর বিধানসভা আসনটি তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। তাই রাজবংশী সমাজের একজন প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।
সুধীর সরকার বলেন কালিয়াগঞ্জের রাজবংশী সমাজের নিজের ও কাছের মানুষ হিসাবেই তাদের পছন্দের প্রার্থী আমাকে করেছে।আগামী ২২শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধান সভা আসনে ভোট নেওয়া হবে. মনোনয়ন পত্র জমা শুরু হয়েছে ২৭শে মার্চ।মনোনয়ন জমা দেবার শেষ দিন ৩রা এপ্রিল। জানা যায় তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ তার মনোনয়ন পত্র জমা দেবেন আগামী ১লা এপ্রিল।
বিজেপি প্রার্থী না পছন্দের কারনে ঘোষিত প্রার্থী সৌমেন রায় এখনো তিনি কালিয়াগঞ্জ বিধান সভা নির্বাচনী ক্ষেত্রে পা রাখেন নি।ফলে প্রচারের কাজ দারুন ভাবেই ব্যাহত হচ্ছে বলে যায়।এদিকে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার তিনি নাওয়া খাওয়া ভুলে ভোর বেলা থেকে গভীর রাত পর্যন্ত ভোটের প্রচার চালিয়ে যাচ্ছে।