October 30, 2024

ভোটের মুখে মালগাঁওয়ে ব্যপক জলসঙ্কট তৃণমূলের জয়ের বড় কাঁটা

1 min read

ভোটের মুখে মালগাঁওয়ে ব্যপক জলসঙ্কট তৃণমূলের জয়ের বড় কাঁটা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬ মার্চ:চৈত্রের প্রচন্ড দাবদাহে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁওয়ের সংখ্যালঘু এলাকায় ভোটের মুখে দারুন জল সঙ্কট দেখা দিয়েছে।ফলে ভোটের ঠিক দোর গোড়ায় সাশক তৃণমূল প্রার্থী তপন দেবসিংহের ভোটের প্রচারে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানা যায়।।জানা যায় ইতিমধ্যেই গ্রামের নলকূপের জল পাওয়া যাচ্ছেনা। প্রচন্ড দাবদাহের কারনে জলের স্তর অনেক নীচে নেমে গেছে।নলকূপ দিয়ে প্রয়োজন মত জল না পাওয়ায় গ্রামবাসীরা সমস্যায় পড়েছে।মালগাঁও গ্রামের অধিকাংশ মানুষ ক্ষুব্ধ।তারা জানায় ভোট এলে সেই সময় মালগাঁও এর জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট চলে গেলেই জলের সমস্যার কথা কোন নেতার মনে থাকেনা।শুক্রবার মালগাঁওয়ের গ্রামবাসীদের পক্ষ থেকে গ্রামবাসীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারক লিপি কালিয়াগঞ্জের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দোমিত লেপচাকে স্মারক লিপিটি দেওয়া হয়।।তিনি বলেন যত দ্রুত সম্ভব পানীয় জলের সমস্যা সমাধান করা হবে বলে জানান।

মালগাঁওয়ের ইসমাইল আলী,মুক্তার আলী বলেন গত ২০১৯সালে কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।সেই সময় শাসক তৃণমূল দলের প্রার্থীর কাছে মালগাঁওয়ের জলের সমস্যার কথা তাকে বলা হয়েছিল।তপন দেব সিংহ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জয়ী হলে মালগাঁওয়ের পানীয় জলের স্থায়ী সমস্যার সমাধান করবেন।কিন্তু তিনি জয়ী হবার পর সেই নিয়ে কোন চেষ্টা করেন নি বলে গ্রামের শাহেদ আলী জানান। তিনি কোন কথা রাখেন নি তাই আবার ভোট চলে এসেছে।গ্রামবাসীরা বলেন এবার তাদের হাতে অনেক ক্ষমতা।অবিলম্বে জলের স্থায়ী সমস্যা না মিটালে তারা তাদের মত চলবে। গ্রাম বাসীরা বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকেও তাদের প্রতিবছরের জলের সমস্যার কথা বলেছিলেন।কিন্তু কোন কাজ আর হয়নি।গত বছরেও ব্যপক জল সঙ্কটের কারনে মালগাঁও থেকে ১৫কিমি দূর কালিয়াগঞ্জ পৌর সভা থেকে পৌর সভার ১৫টি ট্যাঙ্কার করে জল পাঠানো হয় সাতদিন ধরে।এতটাই জলের স্তর নেমে গিয়েছিল।এবারেও তা শুরু হয়ে গেল।অবিলম্বে কালিযাগঞ্জ পৌরসভা থেকে পানীয় জলের ব্যবস্থা না করতে পারলে তা ভয়াবহ আকার ধারন করতে পারে বলে আশঙ্কা করছে মালগাঁও যের গ্রাম বাসী আশরাফ আলী,শাহেদ আলী জানালেন। মালগাঁওয়ের অধিকাংশ নলকূপ দিয়েই সামান্য সামান্য জল পড়ছে।প্রয়োজনের তুলনায় জল পাওয়া যাচ্ছেনা। তাই ভোটের মুখে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামের গ্রাম বাসীরা পানীয় জলের আতঙ্কে দিন কাটাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *