মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা
1 min readমুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ৭৬ নম্বর জলঙ্গী বিধানসভা কেন্দ্রে, তৃণমূলের একাংশ দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বৃস্পতিবার মুর্শিবাবাদ জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা সুলতানাকে নির্দল প্রার্থী ঘোষণা করলেন।জলঙ্গী বিধানসভা কেন্দ্রের দেবীপুর অঞ্চলের ১৩ নম্বর সিপাহি চক প্রাথমিক বিদ্যালয় এলাকার এক বাগান থেকে এদিন প্রার্থী ঘোষণা করেন।
বৃহস্পতিবার এই প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে প্রার্থীকে সমর্থন করতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য সহ বিক্ষিপ্ত তৃণমূল জেলা, ব্লক, অঞ্চল নেতৃত্ব।তারা অভিযোগ করেন জলঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী আব্দুর রাজ্জাক আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং সবসময় সংগঠনের বিরুদ্ধে কথা বলে। আমরা গতকাল পর্যন্ত তাকিয়ে ছিলাম। আব্দুর রাজ্জাক আমাদের সঙ্গে যোগাযোগ করবে বলে কিন্তু সেটা করেনি তাই আব্দুর রাজ্জাক দ্বারা লাঞ্চিত সকল কর্মীরা আজ প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী ঘোষণা করলাম।তারা বলেন আমার দলের বিরুদ্ধে নয় আমরা প্রার্থী আব্দুর রাজ্জাকের কু ব্যবহারের বিরুদ্ধে।সৈয়দ রাফিকা সুলতানা বলেন জলঙ্গীর মানুষ জলঙ্গীর মেয়েকেই চাই। প্রার্থী ঘোষণার পর তিনি বলেন হারবে রাজ্জাক (তৃণমূল ), হারবে সাইফুল (সিপিআইএম), জিতবে মানুষের নির্দল আগামী ২ রা মে দেখবে জলঙ্গীর মানুষ।