ভোট প্রচারে সবাই ব্যাস্ত থাকায় জেলায় চরম রক্ত সঙ্কট নিয়ে প্রচারচলছে
1 min readভোট প্রচারে সবাই ব্যাস্ত থাকায় জেলায় চরম রক্ত সঙ্কট নিয়ে প্রচারচলছে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫ মার্চ:একদিকে ভোট অন্যদিকে ব্যাপক রক্তের সঙ্কট।ভোট প্রচারের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলায় রক্তের সঙ্কটের হাত থেকে মুক্ত করা যায় তার জন্য উত্তর দিনাজপুর জেলার সর্বত্র রক্ত সংগ্রহের প্রচার কাজও চলছে।বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এলাকায় রক্ত সংগ্রহের প্রচারে নামলো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের
পক্ষ থেকে জেলা সম্পাদক সুব্রত সরকার বলেন রক্ত পণ্য নয় হৃদয়ের দান।উত্তর দিনাজপুর জেলা য় বিশেষ রক্ত সংগ্রহের প্রচারের কাজ এই ভোট উৎসবের মধ্যেও করে চলেছে।নির্বাচন বিধির কারনে রাজনৈতিক দলের পতাকা ফেস্টুন,ব্যানার লাগিয়ে রক্ত দান শিবির নিষিদ্ধ।এর ফলে রায়গঞ্জ কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কে চরম রক্ত সঙ্কট চলেছে।তাই সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন ভোটের প্রচারের সময় জনস্বার্থে রক্ত দানের জন্য একটু প্রচার করুন। ভোটারদের বোঝান ভোট দানের মত রক্ত দানও হোক ভোটারদের দায়িত্ব ও কর্তব্য।কালিয়াগঞ্জের বিভিন্ন পথ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট রক্তদান আন্দোলনের সমাজসেবী সন্তোষ বেঙ্গানি,ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেঠ সহ অনেকেই।