উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধায়কের ভাগ্য নির্ধারণ করবে সাড়ে একুশ লক্ষ জনতাজনার্দন-
1 min readউত্তর দিনাজপুর জেলার নয়টি বিধায়কের ভাগ্য নির্ধারণ করবে সাড়ে একুশ লক্ষ জনতাজনার্দন-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩মার্চ:এবারের ২০২১ সালের বিধান সভা নির্বাচন এ মাসেই প্রথম দফায় নির্বাচন শুরু হয়ে যাচ্ছে।উত্তর দিনাজপুর জেলায় ষষ্ঠ দফা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ২২শে এপ্রিল।সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকেই তাদের অনুমোদিত প্রার্থীকে জয়ী করবার জন্য সবাই ভোটের উৎসব ময়দানে আদা জল খেয়ে নেমে পড়েছে।নয়টি বিধান সভা কেন্দ্র গুলি হল চোপড়া,ইসলামপুর,করনদীঘিচাকুলিয়া,কালিয়াগঞ্জ,রায়গঞ্জ,হেমতাবাদ,গোয়ালপোখর এবং ইটাহার।জানা যায় নয়টি বিধান সভা কেন্দ্রে মোট ২১লক্ষ৫২হাজার,৮৯৫জন।যার মধ্যে পুরুষের সংখ্য ১১লক্ষ ১৩হাজার এবং মহিলার সংখ্য ১০লক্ষ,৩৯হাজার,৮৯৫জন।বিধান সভায় মোট ভোট কেন্দ্রের সংখ্য ৩০৭৬টি। যার মধ্যে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ভোট কেন্দ্রের সংখ্যা ৩৯১টি।জানা যায় যে নয়টি বিধান সভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে তার মধ্যে নজরকারা কেন্দ্র হচ্ছে গোয়ালপোখর।যেখানে বিদায়ী রাজ্য সরকারের রাষ্ট্র মন্ত্রী গোলাম রাব্বানী আছেন। নজরকাড়া কেন্দ্র ইসলামপুর হতে চলেছে।যেখানে এক সময় রাজ্যের মন্ত্রী ছিলেন এবং কয়েকবারের বিধায়ক করিম চৌধুরী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
রায়গঞ্জ কেন্দ্রটি নজর কারা কেন্দ্রে পরিণত হয়েছে যেহেতু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুরে টিকিট না পেয়ে রায়গঞ্জে এসে দাঁড়িয়েছে।তবে কানাইয়ালালের শেষ বাঁশি বাজানোর সম্ভাবনা নিতান্তই নেই বলা চলে।কারন রায়গঞ্জের তৃণমূলের সৈনিকেরা কানাইয়াবাবুকে যে ভাবে সহায়তা করার তা বিলক্ষণ করবেন।অপর দিকে ইটাহার কেন্দ্রটিতে দুইবারের বিধায়ক তথা তৃণমূলের গুরুত্বপূর্ন নেতা অমল আচার্য কে প্রার্থী না করায় সেখানে তরুণ নেতা মোশারফ হোসেনকে প্রার্থী করায় তৃণমূলের অধিকাংশ সমর্থকেরা ক্ষুব্ধ।সব মিলে উত্তর দিনাজপুর জেলার ভোটের আসর বলা যায় এক কথায় জমজমাট।সমস্ত রাজনৈতিক দলের সমর্থকরা নিজেদের দলীয় প্রার্থীর ভোট প্রচারের মাঠে নেমে পড়লেও ভোটের ময়দানে দীর্ঘদিন ধরে ভোটের বাগান সাজালেও শেষ মুহূর্তে কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রে জলপাইগুড়ির ফালাকাটা এমন একজন প্রার্থীকে কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী করেছে বিজেপি দল যাকে বিজেপি দলের কোন নেতা সমর্থকেরা কোন দিন দেখেন নি।ফলে সেই প্রার্থীকে নিয়ে কালিয়াগঞ্জের কোন বিজেপি সমর্থকেরা তার সাথে কাজ করবেনা বলেই বিজেপির উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে বলে জানা যায়।তাই মঙ্গলবার পর্যন্ত বিজেপির নেই কোন প্রচার ও ভোটের প্রার্থীর দেওয়াল লিখা।