October 30, 2024

কালিয়াগঞ্জ কেন্দ্রে বিজেপির প্রার্থী বহিরাগত,অচেনা ,ক্ষুব্ধ সাধারণ মানুষ

1 min read

কালিয়াগঞ্জ কেন্দ্রে বিজেপির প্রার্থী বহিরাগত,অচেনা ,ক্ষুব্ধ সাধারণ মানুষ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮ মার্চ:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে সৌমেন রায়ের যে নাম ঘোষণা হয়েছে তিনি বহিরাগত।বাড়ি রায়গঞ্জ।তাকে কালিয়াগঞ্জের মানুষ কোন দিন দেখেন নি।নেই কারো সাথে পরিচয়।এই নাম ঘোষণা হওয়ায় কালিয়াগঞ্জের অধিকাংশ মানুষ হতবাক।সবার বক্তব্য যাকে কেও কোন দিন দেখেন নি যার সাথে কালিয়াগঞ্জের মানুষের কোন পরিচয় নেই তার নাম কিভাবে কোন যুক্তিতে বিজেপির প্রাথী হিসাবে ঘোষণা করা হল?নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির অনেককেই বলতে শোনা যায় বিজেপির প্রার্থী হিসেবে কালিয়াগঞ্জে কি কোন ভালো প্রার্থীর অভাব ছিল?

কালিয়াগঞ্জে বিজেপি দলে এমন বেশ কয়েকজন প্রাথী হবার মত সব দিক দিয়েই যোগ্যতা সম্পন্ন পার্টির নেতা ছিলেন তাদের মধ্যে যে কোন একজনকে দিলেই আসনটি ধরে রাখা যেত বলে অনেককেই বলতে শোনা যাচ্ছে। কালিয়াগঞ্জের একশো শতাংশ সম্ভাবনা জেতা বিধানসভা আসনটি শাসক তৃণমূল দলকে ওয়াকভার দিল বলেই তারা মনে করছেন।

অনেকের দাবি অবিলম্বে ঘোষিত নামের পরিবর্তে কালিয়াগঞ্জ থেকেই বিজেপির কোন নেতার নাম পুনরায় ঘোষণা করা হোক।এ ব্যাপারে বিজেপির উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এক প্রশ্নের উত্তরে বলেন বিশ্বাস করুন আমি নিজেও এই ভদ্রলোককে চিনিনা।কোথায় বাড়ি তাও বলতে পারবোনা।আমার সাথে তার কোন পরিচয় ও নেই।কি ভাবে কার সুপারিশে একজন বহিরাগত ব্যক্তি পেলেন তার কোন উৎস খুঁজে পাচ্ছিনা আমি। কালিয়াগঞ্জ আসনটি তৃণমূলকে ওয়াকভার দিলেন নাকি এই প্রশ্নের উত্তরে বলেন হয়তোবা।

জানা যায় কালিয়াগঞ্জের বিজেপির অধিকাংশ সমর্থকেরা এই ঘটনায় মুষড়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *