রাজ্য সবুজ মঞ্চ ও নদী বাঁচাও কমিটির আহ্বানে নদী, জলাশয় ও জলাভূমি বাঁচানোর দাবিতে কলকাতায় গন কনভেনশন-
1 min readরাজ্য সবুজ মঞ্চ ও নদী বাঁচাও কমিটির আহ্বানে নদী, জলাশয় ও জলাভূমি বাঁচানোর দাবিতে কলকাতায় গন কনভেনশন-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭ মার্চ: বুধবার রাজ্য সবুজ মঞ্চ ও নদী বাঁচাও কমিটির আহ্বানে নদী, জলাশয় ও জলাভূমি বাঁচানোর দাবিতে কলকাতায় হল এক রাজ্য ব্যাপী গন কনভেনশন।রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে আবেদন ছিল দেশের সম্পদ নদীগুলি সাধারণ মানুষের অত্যাচারে অত্যাচারিত হয়ে রাজ্যের নদীগুলি আজ পুকুর চুড়িতে পরিণত হয়ে ব্যক্তিগত শ্বার্থে ব্যবহৃত হলেও রাজনৈতিক নেতৃবৃন্দের সে ব্যাপারে কোন নজর নেই।অবিলম্বে রাজ্যের নদীগুলির নাব্যতা ফিরিয়ে এনে তাদের দূষণ মুক্ত করার দিকে
সর্বোচ্চ গুরুত্ব দেবার জন্য কনভেনশন দাবি জানানো হয়। কনভেনশনের পূর্বে শিয়ালদার মৌলালী যুব কেন্দ্র থেকে রাজ্যের সমস্ত জেলার নদী ও পরিবেশ বাঁচাও কমিটির জেলা প্রতিনিধিরা এই মিছিলে অংশগ্রহণ করে রামলীলা ময়দানে কনভেনশন স্থলে গিয়ে পৌছায়।কনভেনশনে উপস্থিত ছিলেন সবুজ মঞ্চ ও নদী বাঁচাও কমিটির রাজ্য যুগ্ম আহ্বায়ক তুহিন শুভ্র মন্ডল,যুগ্ম সম্পাদক জ্যোতির্ময় সরস্বতী,সম্পাদক নব দত্ত,সবুজ মঞ্চের সম্পাদক শশাঙ্ক দেব,বিবর্তন ভট্টাচার্য নদী আন্দোলক ও সুপ্রতিম কর্মকার নদী গবেষক।
কনভেনশনে কালিয়াগঞ্জ নদী ও।পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ব্রহ্ম কালিয়াগঞ্জের শ্রীমতী নদীকে সরকারের সামনে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিরা নদীকে রায়তি সম্পত্তি বানিয়ে পুরো শ্রীমতী নদীতে বোরো চাষ যোগ্য জমি বানিয়েছে তা কনভেনশনে তুলে ধরেন বলে জানা যায়।