October 30, 2024

বাম কংগ্রেসের ভোট এবারও কি রামে যাবার দিকেই এগোচ্ছে,প্রশ্ন সবার মনেই

1 min read

বাম কংগ্রেসের ভোট এবারও কি রামে যাবার দিকেই এগোচ্ছে,প্রশ্ন সবার মনেই

তপন চক্রবর্তী,  কংগ্রেস জোটের ভোট এবারেও কি রামে যাবার দিকেই এগোচ্ছে ,এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কালিয়াগঞ্জের আম জনতার মুখে মুখে।অনেককেই বলতে শোনা যাচ্ছে বাম-কংগ্রেস জোটেই যেখানে বাম-কংগ্রেসের ভোটারদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা সেখানে সেই জোটে আবার যোগ দিয়েছে আই এফ এসের মত কট্টর একটি সাম্প্রদায়িক দল।ফলেগোদের উপর বিশ ফোরার মত ঘটনা ঘটতে চলেছে।তাই বাম-কংগ্রেস ও আই এফ এস মিলে সংযুক্ত মোর্চা আসন্ন বিধান সভা ভোটে কোন প্রভাব ফেলতে পারবে বলে মনে হয়না বলেই মনে করছে কালিয়াগঞ্জের আমজনতা।

কালিয়াগঞ্জের মানুষ মনে করছে  আসলে এই সংযুক্ত মোর্চার জোট একটি সুবিধাবাদী জোট।বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহ বলেন বাম-কংগ্রেস ও আই এফ এস নামক সংযুক্ত মোর্চা নামেই জোট ভবিষ্যতে যদি দুই দশটি আসন পায় তাহলে সেই আসনগুলি ভোটের পর তৃণমূল কংগ্রেসকে উপহার দেবে।যা একদম রাখ ঢাক না রেখেই কংগ্রেসের মালদা জেলার সাংসদ আবু হাসেম খান চৌধরী বলেছেন ভোটের পর প্রয়োজনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে বিজেপিকে রুখতে।সংযুক্ত মোর্চা যে আসলে তৃণমূলের বিটিম তা কংগ্রেস নেতা তথা সাংসদ আবু হাসেম খান চৌধরী পরিষ্কার করেই তাদের ভেতরের গোমর ফাঁস করে দিয়েছেন। যার ফলে সংযুক্ত মোর্চার মধ্যে শুরু হয়েছে ভাঙন।অপর দিকে কংগ্রেস ও বাম সমর্থকদের পরিষ্কার করেই বলতে শোনা যায় কংগ্রেসের আমলে আমরা যে ভাবে ঘর ছাড়া হয়েছিলাম,যে ভাবে আমাদের উপর অত্যাচার হয়েছে আমরা সেই দিনের কথা কখনো কি ভুলতে পারি?

ঠিক একই সুরে পুরানো দিনের জনৈক কংগ্রেস কর্মী বলেন বামেদের অত্যাচারের কাহিনী আমাদের কংগ্রেস নেতৃত্ব রাজনৈতিক শ্বার্থে ভুলে যেতে পারেন।কিন্তূ আমরা সাধারণ কর্মীদের উপর সিপিএইএমের কমরেড রা যে ভাবে অত্যাচার করেছে তা জখন মনে হয় তখন ওদের উপর ঘৃণা হয়।তাই।আমাদের সংযুক্ত জোটের নেতৃত্বরা জোট করতেই পারে।কিন্তু আর যাই হোক তৃণমূল কংগ্রেসকে পুনরায় খাল কেটে কুমির আনবার জন্য আমরা আমাদের ভোট কোন ভাবেই সংযুক্ত মোর্চার ঝুলিতে দেবনা এটা নিশ্চিত ভাবেই বলা যায়।

তাই বাম-কংগ্রেস জোটের সাথে কট্টরবাদী একটি সাম্প্রদায়িক শক্তির মিলিত জোট যে ধাক্কা খাচ্ছে এ বিষয়ে কোন সন্দেহ নেই।ফলে এবারের বিধান সভা নির্বাচনে বাম-ডানের সংযুক্ত মোর্চার ভোট যে রামের ঝুলিতেই যাবার প্রবল সম্ভাবনা ও প্রবণতা দুইই আছে তা বেশ হলফ করেই বোঝা যাচ্ছে নির্বাচনের দিন যত এগিয়ে আছে ততই জলের মতই পরিষ্কার।কারন বাম ও কংগ্রেসের ভোট লোকসভা নির্বাচনে বিজর্পি পাবার ফলেই রায়গঞ্জ লোকসভা নির্বাচনে দেবশ্রী চৌধরী বিপুল ভোট কালিয়াগঞ্জ তাকে দেওয়ায় তার যেতা সম্ভব হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *