সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় বিক্ষোভ বিজেপি কর্মীদের
1 min readসিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় বিক্ষোভ বিজেপি কর্মীদের
একুশের বিধানসভা নির্বাচনের তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করে আজ বিজেপি। এই প্রার্থী তালিকায় যেমন সাংসদদের নাম আছে তেমন তারকাদের নামও আছে। পাশাপাশি তৃণমূল থেকে যাওয়া নেতা-নেত্রীদের নামও রয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য টিকিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন । তিনি তারপরেই বিজেপিতে যোগদান করেন। আজ বিজেপি প্রার্থী তালিকায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম থাকে।
সিঙ্গুরের প্রার্থী করা হয়েছে তাঁকে। তারপর থেকেই বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী হিসেবে মানতে চাইছে না বিজেপি কর্মীদের একাংশ। মধ্যপ্রদেশের দুই মন্ত্রীকে আটকে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। একটি ঘরের বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা বিস্ফোরক অভিযোগ তোলেন টাকার বিনিময়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী করা হয়েছে।বিজেপি কর্মীদের আরও অভিযোগ করেন, যারা বছরের পর বছর বিজেপি করে আসছেন তাঁদের মধ্যে থেকে প্রার্থী না করে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সিঙ্গুরের বিজেপি প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তকে কোনোভাবেই মানতে নারাজ সিঙ্গুরের বিজেপি কর্মীরা। তাঁরা দাবি করেন অবিলম্বে এই সিদ্ধান্ত বদল করতে হবে। এই ঘটনা ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের মধ্যে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ বাহিনী।