
তরঙ্গপুর বড়াল হরলাল উচ্চ বিদ্যালয় এবারেও জেলায় আন্ত বিদ্যালয় ক্রীড়াতে চ্যাম্পিয়নের মর্যাদা পেল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ,৬ ফেব্রুয়ারি: বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার উচ্চ বিদ্যালয়ে আন্ত: জেলা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তরঙ্গপুর বড়াল হরলাল উচ্চ বিদ্যালয় এবারেও উভয় গ্রুপেই ৬৬ পয়েন্টস পেয়ে চ্যাম্পিয়নের মর্যাদাব আনন্দে আত্মহারা হয়ে বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী রাস্তায় বিশাল খুশির মিছিল বের করে।
তরঙ্গপুর বড়াল হরলাল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচী বৃহস্পতিবার তার বিদ্যালয়ে এক সাক্ষাৎকারে বলেন তার বিদ্যালয়ের তিথি মার্ডি১০০,৮০০এবং ৩০০০ মিটার দৌড়ে প্রথম হ্য়ে জুনিয়ার বিভাগে চ্যাম্পিয়ন হয়ে যেমন বিদ্যালযের সুনাম বৃদ্ধি করেছে তেমনি সিনিয়ার বিভাগে এই বিদ্যালয়ে ছাত্রী কলিকা মাহাতো ৮০০,১৫০০ এবং৩০০০ হাজার মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে জেলার ক্রীড়া জগতে তরঙ্গপুর বড়াল হরলাল বালিকা উচ্চ বিদ্যালয় উত্তর দিনাজপুর জেলা সবার সেরার তকমা পেল।এটা প্রধান শিক্ষিকা হিসাবে তার কাছে যেমন প্রচন্ড গর্বের তেমনি বিদ্যালয়ের এলাকার মানুষদের কাছেও এই বিদ্যালয় সবাই চোখের মনির মতই দেখে বলে জানান। প্রধান শিক্ষিকা সোমা বাগচি বলেন এবার তাদের বিদ্যালয় থেকে আন্ত: জেলা অ্যাথলেটিক মিটে মোট ১২জন অংশ গ্রহন করে।তার বিদ্যালয়ের খেলোয়াড়রা ৯ টি প্রথম পুরস্কার,৬ টি দ্বিতীয় পুরস্কার এবং ৫ টি তৃতীয় পুরস্কার পেয়েছে বলে জানান।এই উপলক্ষে তরঙ্গপুরের রাস্তায় বিদ্যালয়ের ছাত্রী শিক্ষিকা সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে রাস্তায় তাদের আনন্দ প্রকাশ করে।প্রধান শিক্ষিকা সোমা বাগচী জানান তাদের বিদ্যালয়ের ছাত্রীদের দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সঞ্জীব যাদব কোচ দিয়ে থাকে।