৩৮ তম রাজ্য খো খো জুনিয়ার প্রতিযোগিতার এবার কালিয়াগঞ্জের ফতেপুর হাই স্কুল ময়দানে হতে চলেছে
1 min read৩৮ তম রাজ্য খো খো জুনিয়ার প্রতিযোগিতার এবার কালিয়াগঞ্জের ফতেপুর হাই স্কুল ময়দানে হতে চলেছে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯ ডিসেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর হাই স্কুল মাঠে ৩৮ তম রাজ্য খোখ ো টুর্নামেন্ট ২০২৪ সাব জুনিয়র বয়েজ অনুষ্ঠিত হতে চলেছে দুইদিন ব্যাপী আগামী ১৯ ও ২০ ডিসেম্বর। ৩৮ তম রাজ্য দুদিন ব্যাপী খোখো খেলার উদ্বোধন করবেন উত্তর দিনাজপুর জেলার জেলা সভাধিপতি পম্পা পাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবর্ষ সাহা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অনেকেই।এক সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুন কুমার দাস বলেন রাজ্যে মোট নয়টি খো খো(বয়েজ)দল এই খেলায় দুইদিন ধরে অংশগ্রহণ করবেন ।
বরুণবাবু বলেন এই খেলাকে ঘিরে সমগ্র উত্তর দিনাজপুর জেলায় চলছে ব্যাপক তৎপরতা খেলাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার কারণে। খো খো খেলার অর্গানাইজিং প্রেসিডেন্ট হিরণ্ময় সরকার জানান রাজ্য খো খো টুর্নামেন্ট খেলা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ফতেপুরে হতে চলেছে আমরা তার জন্য গর্বিত। এই খেলা যাতে সাফল্যমন্ডিত হয় তার জন্য আমরা সবাই সহযোগিতা করে চলেছি।