কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির ৭১ তম পরিচলন সমিতির গঠন অনুষ্ঠিত হল
1 min readকালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির ৭১ তম পরিচলন সমিতির গঠন অনুষ্ঠিত হল
রবিবার বৈকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ অনুষ্ঠানের ৭১ তম নতুন পরিচালন কমিটির গঠন হবেন সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত হলেন সুনীল কুমার সাহা, কার্যকরী কমিটির সভাপতি হলেন পরিতোষ নন্দী সমিতির সম্পাদক নির্বাচিত হলেন প্রকাশ কুন্ডু, সহ-সম্পাদক পদে নির্বাচিত হন বিভাস সাহা এবং কোষাধক্ষ্যপদে নির্বাচিত হন তরুন বড়াল।সভায় উপস্থিত ছিলেন মোট ১১৮ জন সদস্য। ধর্মীয় অনুষ্ঠানের এই মিটিং কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন সভাপতি সুনীল সাহা। জানা যায় কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির প্রতিষ্ঠাতা দের মধ্যে প্রয়াত হয়েছেন হেমেন্দ্র মোহন দে সরকার,বীরেন সাহা,বেণীমাধব সাহা,মনীন্দ্র নাথ সাহা, জ্যোতিন পোদ্দার,অমূল্য রায়। ভগবান আগারওয়াল ভুবনেশ্বর গুপ্তা, ব্রজেন্দ্রনাথ কুন্ডু, প্রণব কুন্ডু
।যারা বর্তমানে এই মন্দির নির্মাণে এখনো কাজ করে অবশ্যই নিয়েছেন তাদের মধ্যে পোল্টু চৌধুরী যেমন আছেন তেমনি বর্তমানে বিগত তিন বছর থেকে সম্পাদকের দায়িত্ব বহন করার পর এবার সম্পাদক পদে নির্বাচিত হয়ে পুনরায় তিন বছরের জন্য মন্দিরের উন্নয়নে কাজ করবেন প্রকাশ চন্দ্র কুন্ডু সহ নতুন কমিটির সদস্যগণ।