সামনেই বড়দিন! সোশ্যাল মিডিয়ার আড়ালে ঢাকা পড়ে গেছে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের রীতি।
1 min readসামনেই বড়দিন! সোশ্যাল মিডিয়ার আড়ালে ঢাকা পড়ে গেছে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের রীতি।
ডিসেম্বর মাস বড়দিনের মাস, ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে বিভিন্ন বাজার। বিক্রি হওয়া শুরু হয়েছে রংবেরঙের পুতুল, সান্টা ক্লস সহ আরো অনেক কিছু। তবে একসময় এই ২৫শে ডিসেম্বর বড়দিন ও নতুন বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারি মাসের ১ তারিখ এই দুটি দিন কার্ড দেওয়া নেওয়ার জন্য বিশেষ উল্লেখযোগ্য দিন বলে গণ্য হতো।
অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন ২৫শে ডিসেম্বর বড়দিন ও পয়লা জানুয়ারির জন্য। পছন্দের মানুষ বন্ধু-বান্ধবদের কার্ড এর মধ্যে মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা ও নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতেন। দিন বদলেছে সময় এসেছে সোশ্যাল মিডিয়া, হারিয়ে গেছে কার্ড দেওয়া-নেওয়ার রীতিনীতি। এখন সকলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু-বান্ধব প্রিয়জনদের ২৫শে ডিসেম্বর বড়দিন ও পয়লা জানুয়ারি তে শুভেচ্ছা বিনিময় করেন। কার্ড দেওয়া নেওয়ার রীতি থমকে গেছে। শিলিগুড়ির মহাবীর স্থান বাজার সহ বিভিন্ন বাজার গুলিতে দেখা গেল বড়দিন উপলক্ষে বিভিন্ন রংবেরঙের কাগজ পুতুল বিক্রি হচ্ছে, কিন্তু কার্ড আর বিক্রি হচ্ছে না। এই প্রসঙ্গে একজন ব্যবসায় জানান এখন আর কার্ড কেউ চান না সেইজন্য আর দোকানে রাখা হয় না কার্ড।