ধনকোল হাটে ছট পূজার ডালা কুলা কিনতে উপছে পড়ছে ক্রেতাদের ভিড়
1 min readধনকোল হাটে ছট পূজার ডালা কুলা কিনতে উপছে পড়ছে ক্রেতাদের ভিড়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ নভেম্বর:ছট পূজা দুয়ারে তাই হাটে বাজারে চলছে ছট পূজার প্রধান উপকরণ ডালা কুলা কেনার ব্যাপক ভিড়।ধনকোল হাটে ছট পূজার উপকরণ ডালা কুলার বিক্রির জন্য আলাদা জায়গা করা হয়েছে।ধনকোল হাটে বিহারের বারসই, কাটিহার,সোনালী প্রভৃতি স্থান থেকে প্রচুর পাইকারেরা এই ছট পূজার উপকরণ কিনে নিয়ে গিয়ে বিহারে বেশি দামে বিক্রি করে ভালো লাভ করে থাকে।
বাঁশের ডালি,কুলার সঙ্গেই ছট পূজার ডালি সাজানোর জন্য নারকেল, কাঁচা হলুদ,গোটা কলার ছড়ি সহ বিভিন্ন ফল মুল বিক্রি হচ্ছে। সকাল আট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই বাজার চলবে।বর্তমানে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে বিহারী সম্প্রদায়ের সাথে মিলে মিশে এই শহরে প্রচুর বাঙালি সম্প্রদায়ের মানুষ ছট পূজা করে থাকে। শুধু কালিয়াগঞ্জ শহরই নয় কালিয়াগঞ্জ শহরের পার্শ্ববর্তী আটটি অঞ্চলেও প্রচুর বাঙালি সম্প্রদায়ের মানুষ আছে তারাও এই ছট পূজা পালন করে থাকে।শহর এলাকায় শ্রীমতী নদী ছাড়াও ২৫ টি পুকর সহ রাধিকপুর এলাকায় টাঙ্গন নদীর ধারে ছট পূজার ব্যাপক আয়োজন করা হয়ে থাকে।তিথি অনুযায়ী বৃহস্পতিবার বিকালে অস্তগামী সূর্য প্রণাম এবং শুক্রবার সকালে উদীয়মান সূর্য প্রনামের মধ্য দিয়ে ছট মায়ের পূজা সম্পন্ন হয়ে থাকে।