মহীপুরে পিক আপ ভ্যানের সাথে বাইকের ধাক্কায় তিন জন গুরুতর আহত
1 min readমহীপুরে পিক আপ ভ্যানের সাথে বাইকের ধাক্কায় তিন জন গুরুতর আহত
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ জুন:গাড়ির ধাক্কায় জখম ৩ বাইক আরোহী।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার মহিপুর এলাকায় রায়গঞ্জ -কালিয়াগঞ্জ রাজ্য সড়কের উপরে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
পথ অবরোধের জেরে সমস্যায় নিত্য যাত্রীরা। জানা গিয়েছে এদিন রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ মুখি একটি পিক-আপ গাড়ি যাওয়ার পথে হঠাৎ একটি বাইক রাস্তা পার করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর জখম হয় তিনজন বাইক আরোহী। তাদের তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলাশ। দুর্ঘটনায় আহতদের নাম ইনদুল কাযিশ (২৫) বাড়ি কালিয়াগঞ্জ থানারকাশিডাঙ্গা,রশুিমুল হক (২৬) রায়গঞ্জ থানার রিশিপুর এবং জিল্লু রহমান (২৪) রায়গঞ্জ থানার রিশিপুর এলাকায়। পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায়।এরপর যান চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ আলী বলেন পিকআপ ভ্যান টি অতিরিক্ত গতি থাকায় এই ঘটনাটা ঘটেছে বলে তিনি জানান।