পাশেই নীতীশ নায়ডু, সেন্ট্রাল হলে টিম NDA! সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হলেন মোদি
1 min readপাশেই নীতীশ নায়ডু, সেন্ট্রাল হলে টিম NDA! সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হলেন মোদি
সংসদের সেন্ট্রাল হলে NDA-র সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠকে হাজির মোদি-শাহ-নাড্ডারা। মঞ্চে নরেন্দ্র মোদির একদম পাশেই দেখা যায় চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে। বেলা সাড়ে ১১টা থেকে এদিনের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানাবে NDA।সংসদের সেন্ট্রাল হলের বৈঠকে নরেন্দ্র মোদির নাম লোকসভায় BJP-র সংসদীয় দলনেতা, NDA-এর দলনেতা এবং লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব করেন রাজনাথ সিং।
সেই প্রস্তাব সমর্থন করেন অমিত শাহ এবং অনুমোদন করেন নীতিন গড়করি। শরিক দলগুলির পক্ষ থেকে JD(S) প্রধান এইচ ডি কুমারস্বামী, TDP সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুও এই প্রস্তাব অনুমোদন করেন।প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির পরপর তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্ভবত ৯ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। বেশ কয়েকজন বিশ্ব নেতাদের উপস্থিতিতে হতে চলেছে শপথ গ্রহণ। যাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবারই এসে পৌঁছবেন। বৃহস্পতিবারই প্রধান নির্বাচন কমিশনার ও তার দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নবনির্বাচিত সদস্যদের তালিকা তাঁর কাছে জমা দেন।