চুরি যাওয়া স্কুটি, সাইকেল এবং বেশ কয়েকটি মোবাইল ফোন সহ এক ব্যাক্তি গ্রেফতার
1 min readচুরি যাওয়া স্কুটি, সাইকেল এবং বেশ কয়েকটি মোবাইল ফোন সহ এক ব্যাক্তি গ্রেফতার
শিলিগুড়ি(নিউজ এশিয়া):- চুরি যাওয়া স্কুটি, সাইকেল এবং বেশ কয়েকটি মোবাইল ফোন সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করলো পানিট্যাংকি ফাঁড়ির পুলিশধৃত সেই ব্যক্তির নাম Md শাহানায়াজ খুরেসি(৩৪) ।শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ড গাঁজা কলোনি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে , গত ৪ জুন শিলিগুড়ি হাকিমপাড়া এলাকা থেকে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে এর পর সেই ব্যক্তি ৬জুন পানিট্যাংকি ফাঁড়ির অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিজান চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করে এবং চুরি যাওয়া স্কুটি, সাইকেল ও বেশ কয়েকটি মোবাইল ফোনও উদ্ধার করে ।ধৃত সেই ব্যক্তিকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।